সম্ভব হলে ১১ জনকেই বদলাতেন মরিনিয়ো

ইউরোপা লিগে রয়াল আন্টওয়ের্পের বিপক্ষে ম্যাচের শুরু থেকে টটেনহ্যামের পারফরম্যান্সে ভীষণ হতাশ হোসে মরিনিয়ো। খেলায় প্রাণ ফেরাতে বিরতির সময় চারটি বদল আনেন। এরপরও অবশ্য খুব একটা পাল্টায়নি ইংলিশ ক্লাবটির খেলা। ম্যাচ শেষে ক্ষুব্ধ কোচ জানান, সম্ভব হলে বিরতির পর ১১ জনকেই বদলে ফেলতেন তিনি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Oct 2020, 11:44 AM
Updated : 30 Oct 2020, 11:44 AM

বেলিজিয়ামের দল আন্টওয়ের্পের বিপক্ষে গত বৃহস্পতিবার ১-০ গোলে হারে টটেনহ্যাম। ম্যাচের ২৯ মিনিটে গোল হজমের পর আর ঘুরে দাঁড়াতে পারেনি দলটি।

বিরতির পর ডেলে আলি, স্টিভেন বের্গভিন, জিওভানি লো সেলসো ও কার্লোস ভিনিসিউসকে তুলে নেন মরিনিয়ো। ৫৮ মিনিটে গ্যারেথ বেলকে তুলে হ্যারি কেনকে নামান তিনি। কিন্তু কাজে আসেনি কিছুই। ম্যাচ শেষে তাই জানালেন ক্ষুব্ধ প্রতিক্রিয়া।

“প্রথমার্ধ শেষে ১১ জনকেই বদলাতে পারলে ভালো লাগত। একক কাউকে নিয়ে বিশ্লেষণ করতে চাই না। এটা আমার পছন্দ নয়। আমাদের ভালো খেলোয়াড়ের বড় একটি দল আছে।”

“তাদেরকে খেলার সুযোগ দেওয়া, দুই হাতে সেই সুযোগ লুফে নিতে সাহায্য করা এবং আরও চাওয়ার মতো পরিস্থিতে ওদের নিয়ে যাওয়া আমার দায়িত্ব। আজ রাতের পর ভবিষ্যতের জন্য দল বাছাই করা বেশ সহজ হবে আমার জন্য।”