ভিয়েরির কাছে মেসি ফুটবলের ‘হ্যারি পটার’

চ্যাম্পিয়ন্স লিগে ইউভেন্তুসের বিপক্ষে লিওনেল মেসির পারফরম্যান্সে দারুণ মুগ্ধ ইতালির সাবেক স্ট্রাইকার ক্রিস্তিয়ান ভিয়েরি। তার মতে, বার্সেলোনার আর্জেন্টাইন ফরোয়ার্ড হলেন ফুটবলের ‘হ্যারি পটার।’ মেসি খেলা ছাড়ার পর নাকি টিভি ছুড়ে ফেলে দেবেন তিনি!

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Oct 2020, 10:32 AM
Updated : 30 Oct 2020, 10:32 AM

ইউরোপ সেরার প্রতিযোগিতার গ্রুপ পর্বে তুরিন থেকে বুধবার ২-০ গোলের জয় নিয়ে ফেরে বার্সেলোনা। উসমান দেম্বেলের করা প্রথম গোলে অবদান রাখা মেসি শেষ দিকে স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করেন।

ম্যাচে বার্সেলোনার গুরুত্বপূর্ণ পাঁচটি পাস এসেছে মেসির পা থেকে। রেকর্ড ছয়বারের ব্যালন ডি’অর জয়ী তারকা প্রতিপক্ষের অর্ধে দিয়েছেন ৬৫টি পাস।

সিবিএস স্পোর্টসে ধারাভাষ্যকার হিসেবে কাজ করা ভিয়েরি মনে করেন, বার্সেলোনার ব্যবধান আরও বড় হতে পারত। একই সঙ্গে মেসির উচ্ছ্বসিত প্রশংসা করেন ইউভেন্তুসের সাবেক এই ফুটবলার।

“অসাধারণ বার্সেলোনা। একেবারে একপেশে ম্যাচ। তারা ছয়-সাতটা গোল সহজেই করতে পারত। তারা দুর্দান্ত খেলেছে।”

“মেসি একজন জাদুকর, সে ফুটবলের হ্যারি পটার। যেদিন সে খেলা বন্ধ করে দেবে, আমি আমার টিভি ছুড়ে ফেলে দেব। আমি টিভিতে আর কাজ করব না। তখন নেটফ্লিক্স দেখব। কারণ, সে খেলা ছাড়ার পর আসলে কিছু দেখার থাকবে না।”

মেসিকে নিয়ে মুগ্ধতার কথা জানান ইউভেন্তুসের সাবেক কোচ ফাবিও কাপেলোও।

“খুব গতিশীল আর আক্রমণাত্মক বার্সাকে দেখলাম আমি। তারা শীর্ষ মানের ফুটবল খেলেছে। মেসিকে কখনও এত দৌড়াতে দেখিনি।”