কলকাতা মোহামেডানে যাওয়ার খবর গুজব: জামাল
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Oct 2020 04:25 PM BdST Updated: 30 Oct 2020 04:25 PM BdST
নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ সামনে রেখে প্রথম অনুশীলন সারলেন দলের সঙ্গে। জানালেন জয়ের লক্ষ্যের কথা। একই সঙ্গে বাংলাদেশ অধিনায়ক জামাল ভূইয়া উড়িয়ে দিলেন কলকাতা মোহামেডানে যাওয়ার খবর, পরিষ্কার বলে দিলেন-ওসব গুজব।
কদিন ধরেই ভারতের গণমাধ্যমের খবর, সাইফ স্পোর্টিংকে বিদায় বলে কলকাতা মোহামেডানে যোগ দিচ্ছেন জামাল, সবকিছু হয়ে গেছে পাকাপাকি। শুক্রবার জাতীয় দলের সঙ্গে অনুশীলনের ফাঁকে জামাল জানালেন, এমন কোনো প্রস্তাব তিনি পাননি।
“এটা গুজব। আমি কোনো চুক্তির বিষয়ে জানি না। কোনো চুক্তির প্রস্তাবও নাই। কোনো চুক্তির প্রস্তাব পেলে বলব।”
আগামী ১৩ ও ১৭ নভেম্বর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এ উপলক্ষে গত শনিবার থেকে শুরু হয়েছে অনুশীলন। জামাল শুক্রবার প্রথম জাতীয় দলের সতীর্থদের সঙ্গে অনুশীলন করলেন। জানালেন ফেরাটা জয়ে রাঙিয়ে রাখার প্রত্যয়।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে গত মার্চে খেলা বন্ধ হওয়ার পর জামাল ফিরেছিলেন ডেনমার্কে। ফিটনেস ধরে রাখতে ঘাম ঝরিয়েছেন নিজের মতো করে। তবে ব্যক্তিগত ও দলীয় প্রস্তুতি যে এক নয়, তা তিনিও বললেন।
“ফিটনেস শতভাগ নেই। এক সপ্তাহ বা আরেকটু বেশি সময় লাগবে। অনুশীলনে ফিরে ভালো লাগছে কিন্তু গরম লাগছে। ডেনমার্কে ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা…শীত আছে। ব্যক্তিগত অনুশীলন আর দলীয় অনুশীলন আলাদা। ব্যক্তিগত অনুশীলন রানিং, জিম, ফিটনেস এই সব। দলের সঙ্গে অনুশীলন করলেন টিম কম্বিনেশন…এগুলো আলাদা।”
করোনাভাইরাসের থাবায় ২০২২ কাতার বিশ্বকাপের এশিয়া অঞ্চলের বাছাই এ বছর হবে না। সামনের বছরে কাতার ম্যাচ দিয়ে শুরু হতে পারে বাংলাদেশের বাকি খেলাগুলো। নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ তাই জামালের কাছেও সামনের প্রস্তুতির মঞ্চ।
“সামনে তো শুনলাম কাতার ম্যাচ। এই দুইটা ম্যাচ প্রস্তুতির জন্য ভালো। এর আগে আমরা ভুটানের সঙ্গে খেলেছি এবং পরে কাতার ও ভারতের বিপক্ষে ভালো পারফর্ম করেছি।”
সর্বাধিক পঠিত
- স্টোকসের ‘গালি’ শুনে কোহলিকে বললেন সিরাজ
- নিউ ইয়র্ক ফেড থেকে মিয়ানমারের জান্তার টাকা সরানোর চেষ্টা আটকেছে যুক্তরাষ্ট্র
- ফাইনালে বার্সার প্রতিপক্ষ বিলবাও
- ভিসি কলিমউল্লাহ দুষলেন শিক্ষামন্ত্রীকে; ‘রুচিহীন’ বলল শিক্ষা মন্ত্রণালয়
- ৬ ওয়ানডে খেলেই অধিনায়ক বাভুমা, টেস্টের নেতৃত্বে এলগার
- লিভারপুলকে হারিয়ে চারে চেলসি
- আরেকটি শূন্য, ধোনি-সৌরভের পাশে কোহলি
- ভারতে ‘প্রেম করায়’ বাবার হাতে মেয়ের শিরশ্ছেদ
- দলের ওপর চাপ কমাতে বললেন মাশরাফি
- টিভি সূচি (শুক্রবার, ০৫ মার্চ ২০২১)