‘বার্সেলোনা অজেয় নয়’

শক্তি-সামর্থ্যে প্রতিপক্ষ অনেক এগিয়ে। তাদের বিপক্ষে সবশেষ দুই ম্যাচে হজম করতে হয়েছে ৯ গোল। তবে এরপরও বার্সেলোনাকে হারানোর সম্ভাবনা দেখছেন হোসেলু মাতো। আলাভেসের এই ফরোয়ার্ড সতীর্থদের মনে করিয়ে দিয়েছেন, কাম্প নউয়ের দলটি অজেয় নয়।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Oct 2020, 06:48 PM
Updated : 29 Oct 2020, 07:00 PM

লা লিগায় আগামী শনিবার আলাভেসের মাঠে খেলবে বার্সেলোনা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত দুইটায়।

চ্যাম্পিয়ন্স লিগে বুধবার উসমান দেম্বেলে ও লিওনেল মেসির গোলে ইউভেন্তুসের মাঠ থেকে ২-০ ব্যবধানের জয় নিয়ে ফিরেছে বার্সেলোনা। তবে লিগে তাদের সময় ভালো যাচ্ছে না। সবশেষ তিন ম্যাচে নেই জয়ের দেখা, শেষ দুটিতে হার। যার একটি ঘরের মাঠে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে।

গত মৌসুমে বার্সেলোনার মাঠে ৪-১ গোলে হারা আলাভেস নিজেদের মাঠে হেরেছিল ৫-০ ব্যবধানে। তবে এবার ভালো কিছুর আশায় আছেন হোসেলু।

“বার্সেলোনা বিশ্বের সেরা দলগুলোর একটা। গত মৌসুমে তাদের বিপক্ষে দুই ম্যাচেই আমরা হেরেছিলাম। আমাদের ভালো মানসিকতা নিয়ে মাঠে নামতে হবে। ম্যাচটি কঠিন হবে। আমাদের সামনে কিছু সুযোগ আছে, আমাদের গোল করতে হবে।”

“খেলোয়াড়দের দিক থেকে এবং অর্থনৈতিকভাবে তারা খুব শক্তিশালী। তাদের পর্যায়ে যাওয়া কঠিন। তবে পরিশ্রমের মাধ্যমে এর বেশিরভাগই অর্জন করা সম্ভব। তারা অজেয় নয়, তাদের বিপক্ষে জেতা সম্ভব।”

এই ম্যাচে সতীর্থদের আরও বেশি উদ্যমী হওয়ার তাগিদ দিলেন স্প্যানিশ ফরোয়ার্ড হোসেলু।

“আমাদের খুব কঠোর পরিশ্রমী দল হতে হবে, অন্য ম্যাচগুলোর চেয়ে নিজেদের বেশি উজাড় করে দিতে হবে; আমাদের বলের দখল বেশি থাকবে না।”

“আমরা ঘরের মাঠে খেলব। আমাদের অবশ্যই ভালো মানসিকতা নিয়ে মাঠে যেতে হবে, যাতে টেলিভিশনে সমর্থকরা যারা খেলা দেখবে তারা আমাদের নিয়ে গর্বিত হতে পারে।"