আবহাওয়ার পার্থক্যে ‘সমস্যা’ দেখছেন না ডিফেন্ডার তারিক
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Oct 2020 06:48 PM BdST Updated: 29 Oct 2020 06:48 PM BdST
শীতপ্রধান ফিনল্যান্ডের সঙ্গে বাংলাদেশের তাপমাত্রার পার্থক্য অনেক। কাজী তারিক রায়হানের জন্যও মানিয়ে নেওয়া কষ্টকর। তবে ফিনল্যান্ড প্রবাসী এই ডিফেন্ডার তাপমাত্রার ভিন্নতায় সমস্যা দেখছেন না। দ্রুতই মানিয়ে নিতে পারবেন বলে আশাবাদী।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আগামী ১৩ ও ১৭ নভেম্বর নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ৩৬ জনের প্রাথমিক দলে থাকা তারিক গত মঙ্গলবার দেশে এসেছেন।
গত শনিবার থেকে শুরু হয়েছে অনুশীলন। পর্যবেক্ষণপর্ব শেষ করে বৃহস্পতিবার সতীর্থদের সঙ্গে প্রথম অনুশীলন করেন তারিক। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়ে রোমাঞ্চিত বসুন্ধরা কিংসের এই ডিফেন্ডার।
“অবশ্যই এটা স্বপ্ন পূরণের মতো। মূল লক্ষ্য বাংলাদেশ দলের হয়ে খেলা। আমি ভালো অনুভব করছি। দুই দিন আগে বাংলাদেশে এসেছি। আজকের অনুশীলনে সতীর্থদের সংস্পর্শে এলাম। সতীর্থদের সম্পর্কে জানতে পারা ভালো আমার জন্য।”

তাপমাত্রার পার্থক্যকে বড় সমস্যা মনে করছেন না তারিক। অনুশীলন শেষে ২০ বছর বয়সী এই ডিফেন্ডার জানালেন দ্রুতই মানিয়ে নেওয়ার আশাবাদ।
“ফিনল্যান্ডে তাপমাত্র মাইনাস ২ বা ৩। কিন্তু এখানে ৩৫ ডিগ্রি (বৃহস্পতিবার ৩১ ডিগ্রি সেলসিয়াস)। অবশ্যই পার্থক্য অনেক….আমার জন্য। কয়েক সপ্তাহ কাটালে আর অনুশীলন সেশনগুলো করলে আমার জন্য মানিয়ে নেওয়া বড় কোনো সমস্যা হবে না।”
সর্বাধিক পঠিত
- স্টোকসের ‘গালি’ শুনে কোহলিকে বললেন সিরাজ
- নিউ ইয়র্ক ফেড থেকে মিয়ানমারের জান্তার টাকা সরানোর চেষ্টা আটকেছে যুক্তরাষ্ট্র
- ফাইনালে বার্সার প্রতিপক্ষ বিলবাও
- ভিসি কলিমউল্লাহ দুষলেন শিক্ষামন্ত্রীকে; ‘রুচিহীন’ বলল শিক্ষা মন্ত্রণালয়
- লিভারপুলকে হারিয়ে চারে চেলসি
- ৬ ওয়ানডে খেলেই অধিনায়ক বাভুমা, টেস্টের নেতৃত্বে এলগার
- আরেকটি শূন্য, ধোনি-সৌরভের পাশে কোহলি
- ভারতে ‘প্রেম করায়’ বাবার হাতে মেয়ের শিরশ্ছেদ
- দলের ওপর চাপ কমাতে বললেন মাশরাফি
- টিভি সূচি (শুক্রবার, ০৫ মার্চ ২০২১)