চার দল নিয়ে বঙ্গবন্ধু ফেডারেশন কাপ হ্যান্ডবল

চার দল নিয়ে আগামী শনিবার থেকে শুরু হচ্ছে বঙ্গবন্ধু ফেডারেশন কাপ হ্যান্ডবল প্রতিযোগিতা।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Oct 2020, 11:18 AM
Updated : 29 Oct 2020, 11:18 AM

শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে হতে যাওয়া ছেলেদের এই প্রতিযোগিতায় অংশ নেবে বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, বান্দরবান জেলা ক্রীড়া সংস্থা ও টিম হ্যান্ডবল ঢাকা।

জাতীয় হ্যান্ডবলের চ্যাম্পিয়ন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এ প্রতিযোগিতায় অংশ নিচ্ছে না। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ছোট পরিসরে আয়োজনের কথা জানালেন ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনূর।

“করোনাভাইরাসের কারণে আমরা নির্দিষ্ট কিছু দলকে আমন্ত্রণ জানিয়েছিলাম। বিজিবিকেও বলেছিলাম কিন্তু তারা খেলবে না বলে জানিয়েছে। করোনাভাইরাস পরিস্থিতির কারণে কয়েকটি দল নিয়ে এই টুর্নামেন্ট করতে হচ্ছে।”

“কোভিড-১৯ এর কারণে সরকারের নির্দেশনা অনুযায়ী এবং যথাযথভাবে স্বাস্থ্যবিধি অনুসরণ করে এই প্রতিযোগিতা আয়োজন করব আমরা।”