করোনাভাইরাসে আক্রান্ত ম্যানইউর তেলেস

ম্যানচেস্টার ইউনাইটেডের ব্রাজিলিয়ান লেফট-ব্যাক আলেক্স তেলেসের করোনাভাইরাস ধরা পড়েছে। আপাতত ১০ দিনের সেলফ-আইসোলেশনে আছেন তিনি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Oct 2020, 09:33 AM
Updated : 29 Oct 2020, 09:58 AM

২৭ বছর বয়সী তেলেসের কোভিড-১৯ শনাক্ত হওয়ার বিষয়টি এক বিবৃতিতে বৃহস্পতিবার নিশ্চিত করে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি।

চলতি মাসের শুরুতে পর্তুগিজ ক্লাব পোর্তো থেকে চার বছরের চুক্তিতে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেন তেলেস। চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির বিপক্ষে ২-১ গোলে জেতা ম্যাচে ক্লাবটির হয়ে তার অভিষেক। নিজের প্রথম ম্যাচেই আলো ছাড়ান তিনি।

এরপর অবশ্য চেলসির বিপক্ষে প্রিমিয়ার লিগের ম্যাচে দলের বাইরে ছিলেন। লাইপজিগের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে বুধবারের ম্যাচেও দলে রাখা হয়নি তাকে।

তেলেসের করোনাভাইরাস আক্রান্ত হওয়া ব্রাজিলের জন্যও ধাক্কা। আগামী মাসের মাঝামাঝি সময়ে ২০২২ কাতার বিশ্বকাপ বাছাইপর্বে ভেনেজুয়েলা ও উরুগুয়ের বিপক্ষে খেলবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এজন্য কোচ তিতের ঘোষিত দলে আছেন এই ডিফেন্ডার।