চেলসির বড় জয়

প্রথমার্ধে দলকে এগিয়ে নিলেন ক্যালাম হাডসন-ওডোই। বিরতির পর জালের দেখা পেলেন টিমো ভেরনার, হাকিম জিয়াশ ও ক্রিস্টিয়ান পুলিসিক। ক্রাসনোদারকে উড়িয়ে এবারের চ্যাম্পিয়ন্স লিগে প্রথম জয় পেয়েছে চেলসি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Oct 2020, 07:52 PM
Updated : 28 Oct 2020, 10:41 PM

প্রতিপক্ষের মাঠে ‘ই’ গ্রুপের ম্যাচে বুধবার ৪-০ গোলে জিতেছে ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের দল। প্রথম ম্যাচে সেভিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করেছিল তারা।

গত সপ্তাহে সেভিয়ার বিপক্ষে পয়েন্ট হারানোর আগে-পরে লিগের দুই ম্যাচেও ড্র করেছিল চেলসি।

ক্রাসনোদারের বিপক্ষে বল দখলে একচেটিয়া আধিপত্য করলেও শুরুতে আক্রমণে তেমন একটা সুবিধা করতে পারছিল না তারা। বরং চতুর্থ মিনিটে এগিয়ে যেতে পারতো স্বাগতিকরা। দানিল উতকিনের নিচু শট ডান দিকে ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে ফেরান গোলরক্ষক এদুয়াঁ মঁদি।

ত্রয়োদশ মিনিটে পোস্টে মেরে পেনাল্টি থেকে গোল করার সুযোগ নষ্ট করেন জর্জিনিয়ো। ভেরনার প্রতিপক্ষের ডি-বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টি পেয়েছিল চেলসি।

৩৭তম মিনিটে সফরকারীদের এগিয়ে নেন হাডসন-ওডোই। এই গোলে যথেষ্ট দায় ছিল স্বাগতিক গোলরক্ষকের। ইংলিশ ফরোয়ার্ডের শটে বল ঠিকমতো ধরতে পারেননি তিনি, হাত ফসকে জড়ায় জালে।

৫৫তম মিনিটে ভাগ্যের ফেরে গোল পায়নি ক্রাসনোদার। ইউরি গাজিনস্কির দারুণ ভলিতে বল লাগে ক্রসবারে।

৭৬তম মিনিটে সফল স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করেন জার্মান ফরোয়ার্ড ভেরনার। হ্যান্ডবলের কারণে পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি।

দুই মিনিট পরই স্কোরলাইন ৩-০ করেন জিয়াশ। আর নির্ধারিত সময়ের শেষ মিনিটে দলের বড় জয় নিশ্চিত করেন পুলিসিক। ট্যামি আব্রাহামের বাড়ানো বল ডি-বক্সে নিয়ন্ত্রণে নিয়ে গোলরক্ষকের পায়ের ফাঁক দিয়ে জালে পাঠান দ্বিতীয়ার্ধে বদলি নামা যুক্তরাষ্ট্রের এই মিডফিল্ডার।

৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে চেলসি।