খেলোয়াড়দের প্রতিক্রিয়ায় খুশি জিদান
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Oct 2020 03:00 PM BdST Updated: 28 Oct 2020 03:43 PM BdST
নিজেদের প্রিয় টুর্নামেন্ট উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বিব্রতকর এক রেকর্ড গড়তে বসেছিল রিয়াল মাদ্রিদ- ইউরোপিয়ান প্রতিযোগিতায় টানা চার ম্যাচে হার। বরুশিয়া মনশেনগ্লাডবাখের মাঠে শেষ দিকে ঘুরে দাঁড়িয়ে তা থেকে রক্ষা পেয়েছে দল। কোনোমতে হার এড়ানোর ম্যাচ থেকে ইতিবাচক রসদ খুঁজে নিচ্ছেন দলটির কোচ জিনেদিন জিদান। কোণঠাসা অবস্থায় খেলোয়াড়রা যেভাবে ঘুরে দাঁড়িয়েছে, তাতে মুগ্ধ এই ফরাসি কোচ।
ক্লাব ফুটবলে ইউরোপ সেরার মঞ্চে মঙ্গলবার রাতে ‘বি’ গ্রুপের ম্যাচটিতে মার্কাস থুরামের দুই অর্ধের দুই গোলে ৮৭ মিনিট পর্যন্ত ২-০ ব্যবধানে পিছিয়ে ছিল রিয়াল। এরপর সফরকারীদের সমতায় ফেরান করিম বেনজেমা। আর যোগ করা সময়ের তৃতীয় মিনিটে কাসেমিরোর গোলে ২-২ ড্র নিয়ে ফেরে জিদানের দল।
শেষের এমন নাটকীয়তা ভাবতেও পারেননি জিদান। তবে দলের প্রতি অগাধ আস্থা তার। ম্যাচ শেষে সাংবাদ সম্মেলনে হজম করা প্রথম গোল নিয়েও হতাশা প্রকাশ করেন বিশ্বাকাপজয়ী সাবেক এই ফুটবলার।
“আমরা ভাবিনি ম্যাচটা এমন নাটকীয় হবে। তবে আমার দল দেখিয়েছে যে তারা জানে কিভাবে ঘুরে দাঁড়াতে হয়।”
“আমার মনে হয় প্রথমার্ধে আমরা খুব ভালো খেলেছি। বড় হতাশা হলো, মারাত্মক এক ভুলে আমরা প্রথম গোলটা হজম করেছি।”
গত আসরের শেষ ষোলো থেকে রিয়াল বিদায় নিয়েছিল দুই লেগেই ম্যানচেস্টার সিটির কাছে হেরে। এবার তারা প্রথম ম্যাচেই ঘরের মাঠে হারে শাখতার দোনেৎস্কের বিপক্ষে। নিজেদের ইতিহাসে এই প্রতিযোগিতায় কখনোই টানা চার ম্যাচে হারেনি রেকর্ড চ্যাম্পিয়নরা।

বলের দখল রাখলেও এদিন প্রতিপক্ষের রক্ষণে সেভাবে ভীতি ছড়াতে পারেননি বেনজেমা-ভিনিসিউসরা। এই ম্যাচ থেকে তাই কেবল খেলোয়াড়দের ইতিবাচক মানসিকতাটাই নিতে চান জিদান।
“ম্যাচের চূড়ান্ত ফলে আমার খেলোয়াড়দের দৃঢ় মানসিকতার প্রমাণ মেলে। আমরা সবসময় জয়ের জন্য খেলি এবং জয়ের জন্য যে মরিয়া, সেটাই প্রমাণ করি। ড্রয়ে কোনোভাবেই আমরা খুশি হই না।”
সব প্রতিযোগিতা মিলে শেষ চার ম্যাচে রিয়ালের জয় একটি, হার দুটিতে। আগের ম্যাচে তারা লা লিগায় হারিয়েছিল চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে। আগামী শনিবার ঘরের মাঠে লিগে তাদের প্রতিপক্ষ ওয়েস্কা। তিন দিন পর চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের মাঠে ইন্টার মিলানের বিপক্ষে খেলবে জিদানের দল।
-
‘ইউভেন্তুসে বেনজেমা-মদ্রিচের মতোই খেলবে দি মারিয়া’
-
সমান পয়েন্টে সেরি আ চ্যাম্পিয়ন নির্ধারণ হবে প্লে-অফে
-
পিএসজি ছাড়লে নেইমারের চেলসিতে আসা উচিত: সিলভা
-
মুক্তিযোদ্ধা সংসদকে আবারও হারাল পুলিশ
-
পিছিয়ে যাচ্ছে মেয়েদের সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ
-
উইম্বলডনে আবার ফিরবেন কিনা, জানেন না সেরেনা
-
জয়ে নাদালের প্রত্যাবর্তন, শিয়াওতেকের রেকর্ড ‘৩৬’
-
টিভিতে আজ
সর্বাধিক পঠিত
- হুডার বিধ্বংসী সেঞ্চুরি, জুটির বিশ্ব রেকর্ড
- রুদ্ধশ্বাস উত্তেজনার ম্যাচে ভারতের বিপক্ষে পারল না আয়ারল্যান্ড
- পিটিয়ে শিক্ষক খুন: আশুলিয়ার সেই ছাত্রের বাবা গ্রেপ্তার
- বাংলাদেশের বিপক্ষে উইন্ডিজ টি-টোয়েন্টি দলে পরিবর্তনের ছড়াছড়ি
- পদ্মা সেতু: যশোর তাকিয়ে কালনা সেতুর দিকে
- ‘বাবার লাশ ঝুলছিল, মায়ের লাশ বিছানায়’
- ‘ধর্মানুভূতিতে আঘাত’: ভয়ের সংস্কৃতি প্রভাব ফেলছে শ্রেণিকক্ষে
- চিকিৎসক অদিতি সরকারকে বাঁচানো গেল না
- আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ওয়েন মর্গ্যান
- স্বামীর মরদেহ দেখে স্ত্রীর মৃত্যু, এরপর অসুস্থ ছেলে হাসপাতালে