২ বছর নিষিদ্ধ ১০০ মিটারের বিশ্ব চ্যাম্পিয়ন কোলম্যান

তিনবার ডোপ পরীক্ষায় অংশ না নেওয়ায় দুই বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন ১০০ মিটার স্প্রিন্টের বিশ্ব চ্যাম্পিয়ন ক্রিস্টিয়ান কোলম্যান।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Oct 2020, 06:42 PM
Updated : 27 Oct 2020, 06:42 PM

অ্যাথলেটিক্স ইনটেগ্রিটি ইউনিট মঙ্গলবার এক বিবৃতিতে ২৪ বছর বয়সী যুক্তরাষ্ট্রের এই অ্যাথলেটকে নিষিদ্ধের কথা জানায়। গত ১৪ মে থেকে কার্যকর এই নিষেধাজ্ঞার ফলে চলতি বছর থেকে আগামী বছরে পিছিয়ে যাওয়া টোকিও অলিম্পিকে অংশ নিতে পারবেন না তিনি।

২০১৯ সালে দোহায় অনুষ্ঠিত ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ১০০ মিটারে সোনা জেতা কোলম্যান গত জুন থেকে সাময়িকভাবে নিষিদ্ধ ছিলেন। শাস্তির বিরুদ্ধে সর্বোচ্চ ক্রীড়া আদালতে আপিলের জন্য ৩০ দিন সময় পাবেন তিনি।

২০১৯ সালের ১৬ জানুয়ারি প্রথম, একই বছরের ২৬ এপ্রিল দ্বিতীয় ও গত ৯ ডিসেম্বর তৃতীয়বারের মতো ডোপ পরীক্ষায় অংশ নেননি কোলম্যান।