তারিকসহ ক্যাম্পে যোগ দিলেন বসুন্ধরা কিংসের ১২ জন
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Oct 2020 08:44 PM BdST Updated: 27 Oct 2020 08:44 PM BdST
নেপাল ম্যাচ সামনে রেখে শুরু হওয়া ক্যাম্পে যোগ দিয়েছেন বসুন্ধরা কিংসের ১২ জন ফুটবলার। চোট কাটিয়ে ওঠা মাশুক মিয়া জনি ও মতিন মিয়া যোগ দেননি এখনও।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আগামী ১৩ ও ১৭ নভেম্বর নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এ উপলক্ষে গত শনিবার থেকে ক্যাম্প শুরু করেছে দল।

জনি ও মতিন ছাড়া আনিসুর রহমান জিকো, তপু বর্মণ, ইয়াসিন খান, বিশ্বনাথ ঘোষ, সুশান্ত ত্রিপুরা, আতিকুর রহমান ফাহাদ, কাজী তারিক রায়হান, রবিউল হাসান, বিপলু আহমেদ, মাহবুবুর রহমান সুফিল, তৌহিদুল আলম সবুজ ও মোহাম্মদ ইব্রাহিম মঙ্গলবার যোগ দিয়েছেন।
এদের মধ্যে ক্যাম্পে ডাক পাওয়া নতুন মুখ ফিনল্যান্ড প্রবাসী তারিক। ক্যাম্পে যোগ দিয়ে জাতীয় দলে জায়গা পাওয়ার আশাবাদ জানিয়েছেন কিংসের এই ডিফেন্ডার।
“ক্যাম্পে যোগ দিয়ে আসলেই ভালো অনুভব করছি। আজ সকালেই এসেছি। (নেপাল ম্যাচ নিয়ে) অবশ্যই আমার ব্যক্তিগত লক্ষ্য দলে জায়গা করে নেওয়া এবং ম্যাচগুলো খেলা। দেখা যাক, কি হয়। অবশ্যই ম্যাচগুলো জয়ের জন্য আমরা কঠোর পরিশ্রম করব।”
সর্বাধিক পঠিত
- বদলি করা হল চট্টগ্রামের মানবিক পুলিশ ইউনিটের শওকতকে
- ছক্কার রেকর্ডে রোহিতকে ছাড়িয়ে গাপটিল
- পৃথ্বী ১৫২ বলে ২২৭, রেকর্ডের ছড়াছড়ি
- যেভাবে গ্রাহকের টাকা হাতিয়েছিলেন এক ব্যাংক কর্মকর্তা
- ‘ওভারনাইট বান্দরবান পাঠিয়ে দেব’ বন্ধ চায় সংসদীয় কমিটি
- দেশে ফিরে হুইল চেয়ারে চড়ে গাড়িতে উঠলেন ফখরুল
- পদ্মায় রেল সংযোগ: চীনা ঠিকাদারের কথা উড়িয়ে দিলেন রেলমন্ত্রী
- স্পিন স্বর্গে ২ দিনেই ইংল্যান্ডকে হারাল ভারত
- মেসির সিদ্ধান্তকে স্বাগত জানাব: মাসচেরানো
- ইংল্যান্ড বাদ, ড্র করলেই ফাইনালে ভারত