প্রতিপক্ষের চোখে সিটি ইউরোপ সেরা হতে প্রস্তুত

শক্তি-সামর্থ্যে কোনো কমতি নেই। ঘরোয়া ফুটবলেও বেশ সফল ম্যানচেস্টার সিটি। কিন্তু চ্যাম্পিয়ন্স লিগ এলেই বারবার দিক হারায় দলটি। এখনও ছুঁয়ে দেখা হয়নি ট্রফি। তবে মার্সেই কোচ আন্দ্রে ভিয়াস-বোয়াসের মতে, পেপ গুয়ার্দিওলার দল এবার ইউরোপ সেরার ট্রফি জেতার জন্য প্রস্তুত। 

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Oct 2020, 07:27 PM
Updated : 26 Oct 2020, 07:27 PM

কখনও চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালেই উঠতে পারেনি সিটি। গুয়ার্দিওলার কোচিংয়ে গত চার মৌসুমে পার হতে পারেনি তারা কোয়ার্টার-ফাইনাল।

‘সি’ গ্রুপের ম্যাচে মঙ্গলবার বাংলাদেশ সময় রাত দুইটায় সিটির মুখোমুখি হবে মার্সেই। তার আগে প্রতিপক্ষের উচ্ছ্বসিত প্রশংসা করলেন ভিয়াস-বোয়াস।

"ম্যানচেস্টার সিটি চ্যাম্পিয়ন্স লিগ জয়ের জন্য প্রস্তুত। তারা হয়তো তাদের সেরা অবস্থায় নেই, যা তাদের কোচ স্বীকার করেছে।”

মার্সেই কোচ আন্দ্রে ভিয়াস-বোয়াস

"আর এ কারণেই আমি এমনটা বলছি। তবে তারা এখনও আমাদের চেয়ে ভালো অবস্থায় আছে এবং আগামীকাল (মঙ্গলবার) তারা ফেভারিট থাকবে।”

গত মৌসুমে লিভারপুলের কাছে প্রিমিয়ার লিগের শিরোপা হারানো সিটি এবারের লিগে প্রথম পাঁচ ম্যাচের মধ্যে জিতেছে কেবল দুটি। তবে গত সপ্তাহে পোর্তোকে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে শুভসূচনা করে তারা।

একমাত্র ফরাসি দল হিসেবে ইউরোপ সেরার শিরোপা জেতা মার্সেই ২০১৩-১৪ মৌসুমের পর চ্যাম্পিয়ন্স লিগে ফিরেছে। নিজেদের প্রথম ম্যাচে অলিম্পিয়াকোসের বিপক্ষে ১-০ গোলে হেরেছে তারা।