এসি মিলানে করোনাভাইরাসের থাবা

সেরি আয় রোমার বিপক্ষে ম্যাচের আগে বড় এক ধাক্কা খেল এসি মিলান। লিগে দারুণভাবে ছুটে চলা দলটিতে থাবা বসিয়েছে করোনাভাইরাস। গোলরক্ষক জানলুইজি দোন্নারুম্মা, উইঙ্গার ইয়েন্স পেত্তির হগ এবং তিন জন সাপোর্ট স্টাফ আক্রান্ত হয়েছেন প্রাণঘাতী এই ভাইরাসে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Oct 2020, 01:23 PM
Updated : 26 Oct 2020, 01:23 PM

ইতালিয়ান ক্লাবটি সোমবার এক বিবৃতিতে জানায়, আক্রান্তরা বাড়িতে আইসোলেশনে আছেন, কারও শরীরে কোনো উপসর্গ নেই এবং বিষয়টি তাৎক্ষণিকভাবে স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

দলের বাকিদের পরীক্ষার ফল নেগেটিভ এসেছে বলেও জানানো হয় বিবৃতিতে।

ঘরের মাঠে বাংলাদেশ সময় সোমবার রাত পৌনে দুইটায় রোমার বিপক্ষে খেলবে প্রথম চার ম্যাচ জিতে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা মিলান। আগের সব ম্যাচেই খেলেছেন দোন্নারুম্মা।

এর আগে মৌসুমের শুরুর দিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন দলটির তারকা ফরোয়ার্ড জ্লাতান ইব্রাহিমোভিচ।