একই ম্যাচে প্রতিপক্ষ দুই ভাইয়ের গোল

সেরি আয় একই ম্যাচে ভিন্ন দলের হয়ে জালের দেখা পেয়েছেন আপন দুই ভাই রবের্তো ইনসিনিয়ে ও লরেন্সো ইনসিনিয়ে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Oct 2020, 09:50 AM
Updated : 26 Oct 2020, 09:50 AM

বেনোভেন্তের মাঠে রোববার ম্যাচটিতে ২-১ গোলের জয় পায় বড় ভাই লরেন্সোর দল নাপোলি।

ম্যাচের ৩০তম মিনিটে স্বাগতিকদের এগিয়ে নেন গত বছর নাপোলি ছেড়ে যাওয়া ২৬ বছর বয়সী রবের্তো। ৩০ মিনিট পর ছোট ভাইয়ের গোলটি শোধ করে দেন তিন বছরের বড় লরেন্সো। পরে আন্দ্রেয়া পেতানিয়ার গোলে জয় পায় লরেন্সোর দল।

ম্যাচ শেষে একে অন্যকে অভিবাদন জানান দুই ভাই। নাপোলির হয়ে ৩৫২ ম্যাচ খেলা লরেন্সো মজা করে বলেন, “ম্যাচ শেষে আমি তাকে বলেছি, তার চেয়ে আমার বাম পা বেশি ভালো।”

“আমরা একে অপরকে জড়িয়ে ধরেছিলাম, কারণ আমাদের পরিবারের জন্য দিনটা রোমাঞ্চকর। গোল করতে পেরে আমি খুশি। ভাইকে অভিনন্দনও জানিয়েছি।”

বড় ভাই ও সাবেক ক্লাবের বিপক্ষে গোল করায় রবের্তোর হচ্ছে মিশ্র অনুভূতি।

“আমি খুব খুশি। তবে সেরি আয় আমার প্রথম গোল ভাইয়ের বিপক্ষে হওয়ায় একটু খারাপও লাগছে।”

“আমার জন্মের শহরের দল নাপোলি ও আমার ভাইয়ের বিপক্ষে খেলার অনুভূতিটা দারুণ। তবে ম্যাচের ফল নিয়ে আমাদের কিছুটা মন খারাপ।”

পাঁচ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে নাপোলি। ৬ পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে বেনোভেন্তে।

চার ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে এসি মিলান।