পেশির চোটে মাঠের বাইরে কৌতিনিয়ো

পায়ের পেশিতে চোট পেয়েছেন বার্সেলোনার মিডফিল্ডার ফিলিপে কৌতিনিয়ো। ফলে ২০২২ কাতার বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিলের আগামী দুই ম্যাচে তার খেলা নিয়ে শঙ্কা জেগেছে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Oct 2020, 01:46 PM
Updated : 25 Oct 2020, 01:46 PM

পরীক্ষার পর রোববার এক বিবৃতিতে ২৮ বছর বয়সী এই ফুটবলারের বাম পায়ের পেশিতে চোটের বিষয়টি জানায় কাতালান ক্লাবটি। সেরে উঠতে তার কতদিন সময় লাগবে তা জানানো হয়নি।

লা লিগায় শনিবার কাম্প নউয়ে মৌসুমের প্রথম ক্লাসিকোয় পুরো ৯০ মিনিট মাঠে ছিলেন কৌতিনিয়ো। রিয়াল মাদ্রিদের কাছে ম্যাচটি ৩-১ গোলে হারে বার্সেলোনা।

মৌসুমে এখন পর্যন্ত ক্লাবের হয়ে ছয় ম্যাচের সবকটিতেই খেলেছেন কৌতিনিয়ো। লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগে করেছেন একটি করে গোল।

আগামী বুধবার চ্যাম্পিয়ন্স লিগে ইউভেন্তুসের বিপক্ষে খেলবে বার্সেলোনা। তিন দিন পর লা লিগায় রোনাল্ড কুমানের দলের প্রতিপক্ষ আলাভেস।

আগামী ১৪ নভেম্বর ঘরের মাঠে ভেনেজুয়েলার বিপক্ষে ও তিন দিন পর উরুগুয়ের মাঠে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। এজন্য কোচ তিতের ঘোষিত দলে রয়েছেন কৌতিনিয়ো।