পারভেজের চোখে ‘একেক জনের ফিটনেস একেক রকম’
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Oct 2020 06:06 PM BdST Updated: 25 Oct 2020 11:05 PM BdST
দ্বিতীয় দিনের অনুশীলনে বল নিয়ে ব্যক্তিগত ও দলীয় দুইভাবেই কাজ হলো। রানিংও হলো। দুই দিনের অনুশীলন দেখে সাদ-সোহেল-রানাদের ফিটনেসে ভিন্নতা দেখেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সহকারী কোচ মাসুদ পারভেজ কায়সার। জানালেন, একেক জনের ফিটনেসের অবস্থা একেক রকম।
আগের দিন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুশীলন সেশনের পর দলের ফিজিও ফুয়াদ হাসান হাওলাদার কুপার টেস্টের প্রসঙ্গ টেনে ফিটনেস নিয়ে বলেছিলেন ‘অ্যাভারেজ’ ও ‘আপ টু দ্য মার্ক’ থাকার কথা।
রোববার দ্বিতীয় দিনের অনুশীলন হয় কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে। অনুশীলন ক্যাম্পে প্রধান কোচ জেমি ডের অবর্তমানে কাজ চালিয়ে যাওয়া পারভেজের দুই দিনের পর্যবেক্ষণ বলছে ভিন্ন কথা।
“এত অল্প সময়ের মধ্যে নিজেদেরকে পুরোপুরি ফিরে পাওয়া কঠিন। শুরু থেকে কোচ এবং আমরা এটা বলে আসছি, এখানে একেক জনের ফিটনেসের অবস্থা একেক রকম।”

ক্যাম্পের দলে ঠাঁই পাওয়া ৩৬ জনের মধ্যে বসুন্ধরা কিংসের খেলোয়াড় ১৪ জন। আগামী মঙ্গলবার জাতীয় দলের ক্যাম্পে যোগ দেওয়ার কথা রয়েছে তাদের।
১৩ ও ১৭ নভেম্বরে নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ মাঠে গড়াবে। প্রস্তুতির জন্য সময়টা যথেষ্ট নয় মোটেও। পারভেজ জানালেন, এই অল্প সময়ে সর্বোচ্চ ফিটনেস ফিরে পাওয়ার চেষ্টা থাকবে।
“এখন আমরা যতটুকু সময় পাই, এর মধ্যে চেষ্টা করব খেলোয়াড়দের ফিটনেস একটা পর্যায়ে আনার জন্য। অনেকে এখনও ক্যাম্পে যোগ দিতে পারেনি রিপোর্ট না পাওয়ার জন্য। আসলে জেলার স্বাস্থ্যব্যবস্থা পদ্ধতির কারণে অনেকে তাৎক্ষণিকভাবে রিপোর্ট পাচ্ছে না। এটা আমরাও বুঝতে পারছি। তারা যখন আসবে, তাদেরও ফিটনেস টেস্ট আমরা নিব এবং সে অনুযায়ী কাজ করব।”
সর্বাধিক পঠিত
- সাঁতরে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা বললেন তরুণী?
- প্রাথমিকে ছুটি ২৮ জুন থেকে, মাধ্যমিকে ৩ জুলাই
- পুলিশের সামনে শিক্ষকের গলায় জুতার মালা: চলছে প্রতিবাদ
- উত্তরপত্রে ‘মন ভালো নেই’ লিখে বিপাকে জগন্নাথ শিক্ষার্থী
- ঝড়ো দুই সেঞ্চুরিতে তামিম-ম্যাককালামদের সঙ্গী বেয়ারস্টো
- ‘নিজের গায়ে’ আগুন দিয়ে হাসপাতালে নারী চিকিৎসক
- যুক্তরাষ্ট্রে গর্ভপাতের অধিকার কেড়ে নিল সুপ্রিম কোর্ট
- পদ্মা সেতুর উদ্বোধনে এসে ‘সৌভাগ্যবান’ মনে করছেন জাফরুল্লাহ
- উৎসবের মাহেন্দ্রক্ষণে মেয়ের সঙ্গে ফ্রেমবন্দি প্রধানমন্ত্রী
- যুক্তরাষ্ট্রের জন্য আজ দুঃখের দিন: বাইডেন