রাউলের রেকর্ড ভাঙলেন ফাতি

ক্যারিয়ারের শুরুতে স্বপ্নময় পথচলায় আরেকটি দারুণ কীর্তি গড়লেন আনসু ফাতি। ক্লাসিকোর ইতিহাসে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে গোল করার রেকর্ড গড়েছেন বার্সেলোনার এই ফরোয়ার্ড।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Oct 2020, 03:08 PM
Updated : 24 Oct 2020, 04:37 PM

কাম্প নউয়ে শনিবার লা লিগায় রিয়াল মাদ্রিদের বিপক্ষে অষ্টম মিনিটে গোল করে ম্যাচে সমতা আনেন ফাতি। ১৭ বছর ৩৫৯ দিন বয়সে গোল করে তিনি ভেঙেছেন রিয়াল কিংবদন্তি রাউল গনসালেসের রেকর্ড।

১৯৯৫ সালে স্পেনের ঐতিহ্যবাহী দুই দলের লড়াইয়ে ১৮ বছর ৯৫ দিন বয়সে গোল করে রেকর্ডটি গড়েছিলেন সাবেক স্প্যানিশ ফরোয়ার্ড রাউল।

এছাড়া ২০০৭ সালে লিওনেল মেসির হ্যাটট্রিকের পর বার্সেলোনার প্রথম টিনএজার হিসেবে ক্লাসিকোয় জালের দেখা পেলেন ফাতি।

পঞ্চম মিনিটে ফেদে ভালভেরদের গোলে এগিয়ে গিয়েছিল রিয়াল। দ্রুত জবাব দেয় বার্সেলোনা। মাঝমাঠ থেকে সতীর্থের থ্রু বল ধরে বাঁ দিক দিয়ে ডি-বক্সে ঢুকে ছয় গজ বক্সের মুখে পাস দেন জর্দি আলবা, আর নিখুঁত টোকায় সমতা টানেন ফাতি। নিজের করে নেন রাউলের রেকর্ড।