২০১৮ সালে আবাহনীর দায়িত্ব নেওয়া লেমোসের হাত ধরে ২০১৮-১৯মৌসুমে লিগে রানার্সআপ হয়েছিল আবাহনী। সেবার চ্যাম্পিয়ন হয়েছিল বসুন্ধরা কিংস।
করোনাভাইরাসের প্রাদুর্ভাবে গত মার্চে স্থগিত এবং পরে বাতিলহয়ে যাওয়া ২০১৯-২০ মৌসুমের লিগে দারুণ ছুটছিল আবাহনী। ছয় ম্যাচে চার জয় ও এক ড্রয়ে১৩ পয়েন্ট নিয়ে ছিল শীর্ষে। সমান ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে কিংস ছিল ষষ্ঠ স্থানে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর সঙ্গে আলাপচারিতায় বাতিলহয়ে যাওয়া গত মৌসুমের লিগ নিয়ে হতাশা জানান লেমোস।
“নতুন মৌসুমে আমরালিগ শিরোপা ফিরে পেতে চাই। গত মৌসুমে আমরা ভালো শুরু করেছিলাম কিন্তু দূর্ভাগ্যজনকভাবেলিগ বাতিল হয়ে গেল। এখন আমাদের আবার শুরু করতে হবে, ভালো প্রস্তুতি নিতে হবে। কেননা,খেলোয়াড়রা লম্বা সময় খেলার বাইরে রয়েছে।”
লিগ বাতিল হওয়ায় লেমোস ছুটি নিয়ে ফিরে যান পর্তুগালে। ফিরতেচান আগামী নভেম্বরের শেষের দিকে। নতুন মৌসুমের লিগ শুরু চূড়ান্ত দিনক্ষণ বাংলাদেশ ফুটবলফেডারেশন না জানালেও কাজ শুরু করতে চান ৩৪ বছর বয়সী এই পর্তুগিজ কোচ।
“আরও এক মৌসুমেরজন্য আবাহনী ও আমি সম্মত হয়েছি। বর্তমান দলে যে স্থানীয় খেলোয়াড়রা আছে, তাদের নিয়েআমি খুশি। বিদেশি খেলোয়াড়দের ব্যাপারে কিছু পরিবর্তন আনতে হবে।”
“এ মুহূর্তে কিছুবিদেশি খেলোয়াড় আমাদের তালিকায় আছে। আশা করি, কয়েকদিনের মধ্যে তাদের সঙ্গে চুক্তি হয়েযাবে। পরের মৌসুমে উন্নতির চেষ্টা করব আমরা।”