রিয়াল আত্মবিশ্বাস হারানোয় চিন্তায় জিদান
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Oct 2020 01:49 PM BdST Updated: 22 Oct 2020 01:49 PM BdST
চ্যাম্পিয়ন্স লিগের সফলতম দল রিয়াল মাদ্রিদের খেলোয়াড়দের মাঝে আত্মবিশ্বাসের ঘাটতি দেখছেন জিনেদিন জিদান। ঘরের মাঠে টানা দ্বিতীয় হার চিন্তায় ফেলে দিয়েছে ফরাসি এই কোচকে।
আলফ্রেদো দি স্তেফানো স্টেডিয়ামে বুধবার রাতে ‘বি’ গ্রুপের ম্যাচে ৩-২ গোলে হারে রিয়াল। করোনাভাইরাস ও চোটের কারণে ১০ গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে হারানো শাখতার প্রথমার্ধে এগিয়ে ছিল ৩-০ ব্যবধানে। সুযোগগুলো হাতছাড়া না হলে ইউক্রেনের দলটি স্কোরলাইন সমৃদ্ধ করতে পারত আরও।
দ্বিতীয়ার্ধে লুকা মদ্রিচ ও ভিনিসিউস জুনিয়রের গোলে ম্যাচে ফেরার আভাস দেয় জিদানের দল। যোগ করা সময়ে জালে বল পাঠিয়েও অফসাইডের জন্য হার এড়ানো যায়নি। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে হারের জন্য জিদান দায় দিলেন নিজেদের বাজে খেলাকে।
“আজ আমাদের সবকিছুতেই কিছুটা ঘাটতি ছিল। তবে সবচেয়ে বাজে ব্যাপার হলো, আত্মবিশ্বাসের ঘাটতি।”

তবে হারের দায় নিজের কাঁধেই নিচ্ছেন দলটির কোচ হিসেবে প্রতিযোগিতায় হ্যাটট্রিক শিরোপা জয়ের রেকর্ড গড়া বিশ্বকাপজয়ী সাবেক এই ফুটবলার।
“আজ রাতে যা কিছু হলো তাতে খুব বাজে অনুভুতি নিয়ে মাঠ ছাড়তে হয়েছে। এটা বাজে একটা ম্যাচ ও রাত ছিল; তবে আমি হলাম কোচ এবং আমাকেই এর সমাধানগুলো খুঁজে বের করতে হবে।”
আগের ম্যাচে লা লিগায় ঘরের মাঠে কাদিসের বিপক্ষে হেরেছিল রিয়াল। টানা দ্বিতীয় হারের ক্ষত নিয়েই শনিবার লা লিগা চ্যাম্পিয়নদের খেলতে হবে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে। কাম্প নউয়ে ঘুরে দাঁড়ানোর আশ্বাস দিলেন জিদান।
“শনিবার আমরা সেখানে ঘুরে দাঁড়াবো এবং এজন্য প্রস্তুতি নিতে যাচ্ছি, এই ছাড়া কিছু বলার নেই। আমাদের জন্য আজকের রাতটা নেতিবাচক তবে আমাদের সবকিছুতে পরিবর্তন আনতে হবে।”
সর্বাধিক পঠিত
- উত্তরপত্রে ‘মন ভালো নেই’ লিখে বিপাকে জগন্নাথ শিক্ষার্থী
- পদ্মা সেতু দক্ষিণ থানায় প্রথম আসামি গ্রেপ্তার
- যাদের ভিটেমাটিতে পদ্মা সেতু, কেমন আছেন তারা?
- পদ্মা সেতুর উদ্বোধনে ১০০ টাকার স্মারক নোট
- গাড়ির তেল ফুরালে ‘অপহরণ’ থেকে রক্ষা পেলেন নারী
- পদ্মা সেতু খুলছে, কতটা প্রস্তুত ঢাকা?
- পদ্মা সেতু: এক নজরে
- সর্বোচ্চ গড়ে ব্র্যাডম্যানের পরই সরফরাজ
- যুক্তরাষ্ট্রে গর্ভপাতের অধিকার কেড়ে নিল সুপ্রিম কোর্ট
- টিভি সূচি (শুক্রবার, ২৪ জুন ২০২২)