চ্যাম্পিয়নের মতোই দাপুটে শুরু বায়ার্নের
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Oct 2020 02:50 AM BdST Updated: 22 Oct 2020 03:58 AM BdST
দুই মাস আগে লিসবনে ফাইনালের নায়ক কিংসলে কোমান এবার করলেন জোড়া গোল। জালের দেখা পেলেন লেয়ন গোরেটস্কা ও কোরোঁতাঁ তোলিসোও। দাপুটে পারফরম্যান্সে আতলেতিকো মাদ্রিদকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা ধরে রাখার অভিযান শুরু করল বায়ার্ন মিউনিখ।
আলিয়াঞ্জ অ্যারেনায় বুধবার রাতে ‘এ’ গ্রুপের ম্যাচে ৪-০ গোলে জিতেছে বায়ার্ন। দুই অর্ধে দুটি করে গোল করে শিরোপাধারীরা।
ম্যাচের তৃতীয় মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল আতলেতিকো। তবে বাঁ দিক থেকে সতীর্থের গোলমুখে বাড়ানো বলে পা লাগাতে পারেননি লুইস সুয়ারেস। পঞ্চদশ মিনিটে ছয় গজ বক্সের বাইরে থেকে নিকলাস সুলের শট পোস্টে লাগলে জাল অক্ষত থাকে আতলেতিকোর।
২৮তম মিনিটে কোমানের দারুণ নৈপুণ্যে এগিয়ে যায় বায়ার্ন। ডান দিক থেকে জসুয়া কিমিচের লম্বা উঁচু করে বাড়ানো বল ছোট ডি-বক্সে বাম পা দিয়ে নামিয়ে ডান পায়ের টোকায় দূরের পোস্ট দিয়ে ঠিকানা খুঁজে নেন এই ফরাসি উইঙ্গার।

৪১তম মিনিটে আরেকটি দারুণ গোলে ব্যবধান দ্বিগুণ করে বায়ার্ন। ডি-বক্সের মধ্যে বাঁ দিক থেকে ঘিরে থাকা প্রতিপক্ষের খেলোয়াড়দের ফাঁকি দিয়ে ডান দিকে পাস দেন কিংসলে কোমান। জোরালো কোনাকুনি শটে বল জালে পাঠান জার্মান মিডফিল্ডার গোরেটস্কা।
৬৪তম মিনিটে ব্যবধান কমানোর দারুণ সুযোগ নষ্ট করেন ইয়ানিক কারাসকো। পাল্টা আক্রমণে সতীর্থের পাস ডি-বক্সে ফাঁকায় পেয়ে শট নিতে দেরি করে ফেলেন তিনি, পরে নেন লক্ষ্যভ্রষ্ট শট।
দুই মিনিট পর অসাধারণ এক গোলে ব্যবধান আরও বাড়িয়ে জয় প্রায় নিশ্চিত করে ফেলেন তোলিসো। প্রায় ২৮ গজ দূর থেকে বুলেট গতির শটে বল জালে পাঠান তিনি।

গ্রুপের আরেক ম্যাচে সালসবুর্কের মাঠে ২-২ গোলে ড্র করেছে লোকোমোতিভ মস্কো।
-
নিবেদন আর প্রেরণা দিয়ে ফাইনাল জেতা যাবে না: আনচেলত্তি
-
গ্র্যান্ড স্ল্যামে ফেরা জোকোভিচের দারুণ জয়
-
মোহনবাগানের জয়ে স্বপ্নভঙ্গ কিংসের
-
শরনার্থীদের সাহায্যে নিলামে উঠবে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের বল
-
এখন এমবাপেকে নিয়ে কথা বলার সময় নয়: বেনজেমা
-
‘কাজ এখনও শেষ হয়নি’ রিয়াল ম্যাচের আগে সালাহ
-
‘দলে জায়গা পাওয়ার চ্যালেঞ্জ থাকা ভালো’
-
গোকুলামকে হারিয়ে আশা বাঁচিয়ে রাখল কিংস
সর্বাধিক পঠিত
- ‘মেসি-নেইমারদের সঙ্গেই থাকতে চেয়েছি’
- করুনারত্নের লড়াই, বাংলাদেশের শিকার ২ উইকেট
- নাম পদ্মা সেতুই হবে, উদ্বোধন ২৫ জুন
- সমুদ্রে রাশিয়ার তেলবোঝাই কার্গোর সংখ্যায় রেকর্ড, নেই ক্রেতা
- ৫০০ ছুঁয়েও রেকর্ড গড়া হলো না মুশফিক-লিটন জুটির
- কুমিল্লা সিটি নির্বাচন: ‘বিদ্রোহী’ ইমরানকে বোঝাতে বৈঠকে বসছেন আওয়ামী লীগ নেতারা
- অনেক আফসোসে দিনটা ভালো হলো না বাংলাদেশের
- পদ্মা সেতু: শরীয়তপুরবাসীর অপেক্ষা এখনই ফুরাচ্ছে না
- ওই সময় মাঠে থাকলে হার্ট অ্যাটাক হয়ে যেত: বিসিবি সভাপতি
- শৃঙ্খলাভঙ্গের কারণে বাংলাদেশ থেকে ফেরত পাঠানো হচ্ছে লঙ্কান ব্যাটসম্যানকে