করোনাভাইরাস: ইন্টারে বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা

ইন্টার মিলানের করোনাভাইরাস আক্রান্ত খেলোয়াড়ের তালিকা আরও লম্বা হয়েছে। সেরি আর দলটির সপ্তম খেলোয়াড় হিসেবে কোভিড-১৯ পজিটিভ হয়েছেন ডিফেন্ডার আশরাফ হাকিমি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Oct 2020, 05:36 PM
Updated : 21 Oct 2020, 05:36 PM

ইতালিয়ান ক্লাবটি বুধবার এক বিবৃতিতে জানায়, ২১ বছর বয়সী এই ফুটবলারের শরীরে কোনো উপসর্গ দেখা যায়নি এবং তিনি সকল স্বাস্থ্যবিধি মেনে চলছেন।

স্বাভাবিকভাবে বুধবার চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে ঘরের মাঠে বরুশিয়া মনশেনগ্লাডবাখের বিপক্ষে তাকে পাবে না ইন্টার মিলান। এই বছরের শুরুতে রিয়াল মাদ্রিদ থেকে মরক্কোর এই খেলোয়াড়কে দলে টেনেছিল তারা।

এর আগে ইন্টার মিলানের মিডফিল্ডার রবের্তো গালিয়ার্দিনি, রাদিয়া নাইনগোলান, ডিফেন্ডার আলেসান্দ্রো বাস্তোনি, মিলান স্ক্রিনিয়ার, অ্যাশলে ইয়াং ও রিজার্ভ গোলকিপার রাদুর করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর এসেছিল।