নেইমারদের খেলায় হতবাক পিএসজি কোচ

ঘরের মাঠে ১৬ বছরের মধ্যে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে প্রথম হার। ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে খেলোয়াড়দের ছন্দ হারানো দেখে ভীষণ বিরক্ত পিএসজি কোচ টমাস টুখেল। মনোযোগের ঘাটতি, সঙ্গে লক্ষ্যহীন ফুটবল-সব মিলে দল যেভাবে খেলেছে, তাতে এই ম্যাচে তাদের জেতা সম্ভব ছিল না বলে মনে করেন জার্মান কোচ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Oct 2020, 11:16 AM
Updated : 21 Oct 2020, 11:16 AM

প্যারিসে মঙ্গলবার ‘এইচ’ গ্রুপের ম্যাচে নেইমার-এমবাপে-দি মারিয়াদের ধারহীন ফুটবলে ২-১ গোলে হেরে যায় পিএসজি। ব্রুনো ফের্নান্দেসের গোলে পিছিয়ে পড়ার পর আশার আলো হয়ে এসেছিল অঁতনি মার্সিয়ালের আত্মঘাতী গোল; কিন্তু শেষ দিকে মার্কাস র্যাশফোর্ডের দারুণ গোলে হার মানে গতবারের রানার্সআপরা।

২০১৮-১৯ মৌসুমেও শেষ সময়ে র্যাশফোর্ডের পেনাল্টি গোলে ঘরের মাঠে হেরে শেষ ষোলো থেকে বিদায় নিয়েছিল পিএসজি।

দল যেভাবে খেলেছে, তাতে জয়ের কোনো সম্ভাবনাই ছিল না বলে ম্যাচ শেষে মন্তব্য করেন টুখেল।

“আজ আমাদের পক্ষে জেতা সম্ভব ছিল না। আমি জানি না কেন আমাদের খেলায় ছন্দ ও মনোযোগ ছিল না। অবাক করা ব্যাপার। প্রথমার্ধে আমরা যথেষ্ঠ ভালো ছিলাম না, আমরা দল হিসেবে সেভাবে খেলিনি।”

চোটের কারণে ছিলেন না অধিনায়ক ও ডিফেন্ডার মার্কিনিয়োস। একই কারণে দলের বাইরে থাকা মার্কো ভেরাত্তির জায়গায় মাঝমাঠে খেলেন অনভিজ্ঞ দানিলো পেরেইরা। এখানেই গলদ দেখছেন টুখেল।

“মাঝমাঠে এমন খেলোয়াড়দের নামাতে হয়েছে, যারা প্রথমবারের মতো একসঙ্গে খেলছে। তাদের পক্ষে মানিয়ে নেওয়া তাই সহজ ছিল না।”

আক্রমণেও সেভাবে জ্বলে উঠতে পারেননি নেইমার, কিলিয়ান এমবাপে ও ডি মারিয়া। হারের দায় তাদেরকেও দিলেন টুখেল।

“রক্ষণে বা আক্রমণে আমরা নিজেদের মান অনুযায়ী খেলতে পারিনি।”

“তবে ক্ষুব্ধ হওয়ার সময় এখন নয়। নিজেদের ভুলগুলো বুঝতে হবে এবং পারফরম্যান্সের মূল্যায়ন করতে হবে।”