ক্লাসিকো নয়, জিদানের ভাবনায় শাখতার

কদিন পরই মাঠে নামতে হবে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে। তবে আপাতত তা নিয়ে ভাবছেন না রিয়াল মাদ্রিদ কোচ। জিনেদিন জিদানের সব ভাবনা এখন চ্যাম্পিয়ন্স লিগের শুরুর প্রতিপক্ষ শাখতার দোনেৎস্ককে নিয়ে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Oct 2020, 05:20 PM
Updated : 20 Oct 2020, 05:20 PM

ইউরোপিয়ান শীর্ষ ক্লাব ফুটবল প্রতিযোগিতার ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে বুধবার বাংলাদেশ সময় রাত ১০টা ৫৫ মিনিটে ইউক্রেনের দলটির মুখোমুখি হবে রেকর্ড ১৩ বারের চ্যাম্পিয়নরা। আর লা লিগায় আগামী শনিবার তারা খেলতে যাবে বার্সেলোনার মাঠে।

তবে মঙ্গলবার সংবাদ সম্মেলনে শাখতার ম্যাচ নিয়েই ভাবনার কথা বললেন জিদান।

“অন্য ম্যাচগুলো পরে আসবে; এখন আমরা কেবল আগামীকালের ম্যাচের জন্য প্রস্তুতি নিচ্ছি।”

করোনাভাইরাসের আঘাতে মূল দলের বেশ কয়েকজনকে ছাড়াই রিয়ালের বিপক্ষে খেলতে হবে শাখতারকে। এরপরও তারা কঠিন প্রতিপক্ষ বলে মনে করেন বিশ্বকাপজয়ী সাবেক ফরাসি এই ফুটবলার।

“আমরা জানি, শাখতারের অনেক খেলোয়াড় খেলতে পারবে না। এরপরও তারা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দল এবং তাদের মানসম্পন্ন একটা স্কোয়াড রয়েছে।”

সাম্প্রতিক সময়ে খুব একটা ছন্দে নেই রিয়াল। লা লিগায় পাঁচ ম্যাচে তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট তাদের। সবশেষ ম্যাচে গত শনিবার তারা ১-০ গোলে হেরে যায় ১৪ বছর পর স্পেনের শীর্ষ লিগে ফেরা কাদিসের বিপক্ষে। তবে ইউরোপ সেরার মঞ্চে শুরুটা ভালোভাবে করতে মরিয়া রিয়ালের হয়ে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন্স লিগ জয়ী কোচ জিদান।

“আমরা প্রতিযোগিতাটি ভালোভাবে শুরু করতে চাই। আমরা জানি, আমরা কী অর্জন করতে চাই। তবে চ্যাম্পিয়ন্স লিগ জিততে চায় এমন অনেক দল আছে।”

গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগেই বড় এক ধাক্কা খেয়েছে রিয়াল। হাঁটুর সমস্যার কারণে অধিনায়ক সের্হিও রামোসকে পাচ্ছে না সবশেষ ২০১৭-১৮ মৌসুমে ইউরোপ সেরা হওয়া দলটি।