কঠিন সময় কাটিয়ে ওঠার প্রত্যয় রিয়াল কোচের

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের নতুন আসর শুরুর আগে খুব একটা ছন্দে নেই রিয়াল মাদ্রিদ। কোচ জিনেদিন জিদান দেখছেন দলে উন্নতির অনেক জায়গা। কঠিন সময় থেকে বের হতে দৃঢ়প্রতিজ্ঞ ফরাসি কোচ শোনালেন আশার বাণী।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Oct 2020, 04:51 PM
Updated : 20 Oct 2020, 04:51 PM

ইউরোপিয়ান শীর্ষ ক্লাব ফুটবল প্রতিযোগিতার ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে বুধবার বাংলাদেশ সময় রাত ১০টা ৫৫ মিনিটে শাখতার দোনেৎস্কের মুখোমুখি হবে রেকর্ড ১৩ বারের চ্যাম্পিয়নরা। আগের দিন সংবাদ সম্মেলনে কঠিন সময় পেরিয়ে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ের কথা শোনালেন দলটির হয়ে প্রতিযোগিতায় হ্যাটট্রিক শিরোপা জেতা কোচ জিদান।

“ফুটবল বদলে গেছে; এর প্রতিদ্বন্দ্বিতা অনেক বেড়ে গেছে। কঠিন সময়ে এই দল দেখিয়েছে তারা দুর্দান্ত একটি দল। আমরা মৌসুমটা আরও ভালোভাবে শুরু করতে পারতাম; তবে নিশ্চিত, আমরা উন্নতি করব। মৌসুমের শুরুর সপ্তাহগুলো সবার জন্যই ছিল কঠিন, তবে আমরা সমস্যা কাটিয়ে উঠব।”

লা লিগায় পাঁচ ম্যাচে তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট রিয়ালের। সবশেষ ম্যাচে গত শনিবার তারা ১-০ গোলে হেরে যায় ১৪ বছর পর স্পেনের শীর্ষ লিগে ফেরা কাদিসের বিপক্ষে।