বাংলাদেশ-নেপাল প্রীতি ম্যাচের সূচি চূড়ান্ত

প্রীতি ম্যাচের দিনক্ষণ নিয়ে কদিন ধরে মৌখিকভাবে নেপালের সঙ্গে আলোচনা চলছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে)। এবার তা চূড়ান্ত হয়েছে; আগামী ১৩ ও ১৭ নভেম্বর হবে ম্যাচ দুটি।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Oct 2020, 01:50 PM
Updated : 20 Oct 2020, 04:26 PM

বাফুফে মঙ্গলবার এক বিবৃতিতে ম্যাচ দুটির তারিখ জানায়। সংস্থাটির সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ জানান, প্রীতি ম্যাচ দুটি ফিফা টায়ার-১ এর অন্তর্ভুক্ত থাকবে।

“ওদের সঙ্গে কথা চলছিল ম্যাচের তারিখ নিয়ে। মঙ্গলবারই দুই পক্ষের আলোচনার মাধ্যমে ১৩ ও ১৭ নভেম্বরে ম্যাচ দুটি আয়োজনের সিদ্ধান্ত হয়েছে।”

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে গত মার্চ থেকে বন্ধ রয়েছে জাতীয় দলের খেলা। গত অগাস্টে কাতার বিশ্বকাপের বাছাই পুনরায় শুরুর হওয়ার সম্ভাবনা জাগায় ক্যাম্প শুরু করেছিল দল। কিন্তু একই কারণে বিশ্বকাপ বাছাই পিছিয়ে যাওয়ায় সে ক্যাম্পও বন্ধ করে দেয় বাফুফে।

২০২০ সালে বাছাইয়ের কোনো ম্যাচ হবে না বলে গত অগাস্টে জানায় ফিফা ও এএফসি। নেপাল সম্মতি জানানোয় তাদের বিপক্ষে ম্যাচ দিয়েই খেলায় ফিরবে বাংলাদেশ।