নেপাল ম্যাচের প্রাথমিক দলে সেই ৩৬ জন

নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচের জন্য ৩৬ জনের প্রাথমিক দল দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। গত অগাস্টে বন্ধ হয়ে যাওয়া ক্যাম্পে যে ৩৬ জন ছিলেন, তারাই ডাক পেয়েছেন।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Oct 2020, 01:48 PM
Updated : 20 Oct 2020, 01:48 PM

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আগামী ১৩ ও ১৭ নভেম্বর নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এজন্য মঙ্গলবার প্রাথমিক দল দেয় বাফুফে।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে গত অগাস্টে বন্ধ হয়ে যাওয়া ক্যাম্পের দলে ঠাঁই পাওয়া নতুন চার মুখ স্বাভাবিকভাবে আছেন এবারের দলেও। তারা হলেন-বসুন্ধরা কিংসের ফিনল্যান্ড প্রবাসী ডিফেন্ডার কাজী তারিক রায়হান, প্রিমিয়ার লিগে বাংলাদেশ পুলিশ এফসির হয়ে খেলা মিডফিল্ডার নাজমুল হোসেন ও ফরোয়ার্ড এমএস বাবলু এবং উত্তর বারিধারার ফরোয়ার্ড সুমন রেজা।

৩৬ জনের প্রাথমিক দল: আশরাফুল ইসলাম রানা, আনিসুর রহমান জিকো, শহীদুল আলম সোহেল, পাপ্পু হোসেন, তপু বর্মণ, ইয়াসিন খান, বিশ্বনাথ ঘোষ, সুশান্ত ত্রিপুরা, টুটুল হোসেন বাদশা, রায়হান হাসান, রহমত মিয়া, ইয়াসিন আরাফাত, কাজী তারিক রায়হান, মনজুরুর রহমান মানিক, আতিকুর রহমান ফাহাদ, রবিউল হাসান, বিপলু আহমেদ, মোহাম্মদ ইব্রাহিম, মাসুক মিয়া জনি, মামুনুল ইসলাম মামুন, সোহেল রানা, আরিফুর রহমান, রিয়াদুল হাসান, জামাল ভূইয়া, মানিক হোসেন মোল্লা, রাকিব হোসেন, নাজমুল ইসলাম রাসেল, মাহবুবুর রহমান সুফিল, মতিন মিয়া, তৌহিদুল আলম সবুজ, সাদউদ্দিন, নাবীব নেওয়াজ জীবন, ফয়সাল আহমেদ ফাহিম, মোহাম্মদ আবদুল্লাহ, এম এস বাবলু ও সুমন রেজা।