ইউনাইটেডের প্রতি-আক্রমণের ‘পাল্টা জবাবের’ খোঁজে পিএসজি
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Oct 2020 11:06 PM BdST Updated: 19 Oct 2020 11:06 PM BdST
দেড় বছর আগের ক্ষত এখনও মনে আছে পিএসজির। তাই চ্যাম্পিয়ন্স লিগের এবারের আসরে প্রথম ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হওয়ার আগে সতর্ক লিগ ওয়ান চ্যাম্পিয়নরা। দলটির কোচ টমাস টুখেলও ছক কষছেন ইউনাইটেডের প্রতি-আক্রমণের পাল্টা জবাব দেওয়ার।
২০১৮-১৯ মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে ইউনাইটেডের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে ২-০ গোলে প্রথম লেগে জিতেছিল পিএসজি। কিন্তু নিজেদের মাঠে ফিরতি লেগে ৩-১ ব্যবধানে হেরে শেষ ষোলোর মঞ্চ থেকে বিদায় ঘণ্টা বেজেছিল তাদের।
ইউরোপ সেরার প্রতিযোগিতায় গত মৌসুমটা ভালো কেটেছে পিএসজির। করোনাভাইরাসের প্রাদুর্ভাবে ছোট হয়ে আসা টুর্নামেন্টের ফাইনালে উঠেছিল তারা। অবশ্য বায়ার্ন মিউনিখের কাছে ১-০ গোলে হেরে হয়েছিল স্বপ্নভঙ্গ।
নতুন মৌসুমে সবকিছু নতুন করে শুরু করতে চাইছেন টুখেল। সেই চাওয়া পূরণের মিশন মঙ্গলবার ‘এইচ’ গ্রুপে ইউনাইটেডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু করবে তার দল।
ইংলিশ প্রিমিয়ার লিগের দলটির আক্রমণভাগে থাকতে পারেন পিএসজিরই সাবেক তারকা ফরোয়ার্ড এদিনসন কাভানি। তবে টুখেল জানালেন, পিএসজিও এখন ভিন্ন একটি দল।
“গত মৌসুম শেষ এবং আমরা এখন ভিন্ন একটা দল। শক্ত-পোক্ত একটা দলের মধ্যে ভালো আবহ তৈরি করাই আমার চ্যালেঞ্জ।”

“২০১৮-১৯ মৌসুমের দলে তারা অনেক পরিবর্তন করেছে। আরও আত্মবিশ্বাসী এবং অভিজ্ঞ খেলোয়াড় দলে টেনেছে। পল পগবা তাদের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়, বিশ্বের সেরা মিডফিল্ডারদের একজন। তাকে আটকানো গুরুত্বপূর্ণ হবে, ব্রুনো ফের্নান্দেসকে আটকানোও গুরুত্বপূর্ণ। সে তিনজন গতিময় ফরোয়ার্ডের সঙ্গে খেলে।”
“আক্রমণের বিচারে তারা ইউরোপের সেরা দলগুলোর একটা। প্রতি-আক্রমণ শুরুর আগেই তাদের থামানোটা গুরুত্বপূর্ণ।”
চোটের কারণে ইউনাইটেডের বিপক্ষে মিডফিল্ডার মার্কো ভেরাত্তি ও লেয়ান্দ্রো পারেদেসকে পাবে না পিএসজি।
পিএসজিতে সাত মৌসুম কাটানো এবং দলটির রেকর্ড গোলদাতা (২০০) কাভানিকে সামাল দেওয়া কঠিন বলে মনে করেন টুখেল।
“ক্লাবের হয়ে (পিএসজির) সে ইতিহাস লিখেছিল। আর এখন সে অন্য একটি দলের হয়ে আমাদের বিপক্ষে খেলবে…বিষয়টা কিছুটা অদ্ভূত হতে যাচ্ছে। তবে, এটা তার বিপক্ষে আমাদের বা আমাদের বিপক্ষে তার ম্যাচ নয়।”
“তার বিপক্ষে রক্ষণ সামলানো কঠিন। সে দারুণ মানসম্পন্ন একজন খেলোয়াড়। তবে হ্যাঁ, আগামীকাল সে এটা প্রমাণ না করলেই ভালো।”
সর্বাধিক পঠিত
- শেবাগ ঝড়ে উড়ে গেল বাংলাদেশের সাবেকরা
- বার্সা কোচ কুমানের চাওয়া রিয়ালের জয়!
- ফাইনালে বার্সার প্রতিপক্ষ বিলবাও
- ভারতে ‘প্রেম করায়’ বাবার হাতে মেয়ের শিরশ্ছেদ
- দলের ওপর চাপ কমাতে বললেন মাশরাফি
- কোর্তোয়া বনাম ওবলাক: লড়াইটা তাদেরও
- ‘সব সময়ের সেরাদের একজন হবে পান্ত’
- ‘স্মিথ রাজি থাকলে তাকেই অধিনায়ক করা উচিত’
- ঘরে চবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ, পাশে ‘সুইসাইড নোট’
- পান্তের অসাধারণ সেঞ্চুরিতে ভারতের লিড