নিজেদের ফেভারিট ভাবছেন না বার্সা কোচ

চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা লড়াইয়ে বার্সেলোনাকে ফেভারিট মনে করছেন না দলটির কোচ রোনাল্ড কুমান। তবে তার দল ইউরোপ সেরার প্রতিযোগিতায় অনেক দূর যেতে পারে বলে বিশ্বাস এই ডাচ কোচের।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Oct 2020, 02:39 PM
Updated : 19 Oct 2020, 02:39 PM

প্রতিযোগিতাটিতে ‘জি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে মঙ্গলবার কাম্প নউয়ে হাঙ্গেরির দল ফেরেন্সভারোসের মুখোমুখি হবে বার্সেলোনা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত একটায়। এর আগের দিন সংবাদ সম্মেলনে ফেভারিটের প্রশ্নে নিজের অভিমত জানান কুমান।

“বার্সেলোনার হয়ে সবাই সবসময় ট্রফি জয়ের জন্য লড়াই করতে চায়, সেটা লা লিগায় হোক কিংবা ইউরোপে। চ্যাম্পিয়ন্স লিগে আমরা ফেভারিট নই, তবে অনেক দূর যেতে পারি।”

গত মৌসুমে লিসবনে এক লেগের কোয়ার্টার-ফাইনালে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ৮-২ গোলে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নেয় বার্সেলোনা। এর পরপরই কিকে সেতিয়েনকে সরিয়ে কুমানকে দায়িত্ব দেয় কাতালান ক্লাবটি।

২০১৪-১৫ মৌসুমে সবশেষ প্রতিযোগিতাটিতে শিরোপা জয়ের পর কেবল একবার সেমি-ফাইনাল পর্যন্ত যেতে পেরেছে বার্সেলোনা। গত ট্রান্সফার উইন্ডোতে লিওনেল মেসির ক্লাব ছাড়তে চাওয়ারও বড় কারণ ছিল চ্যাম্পিয়ন্স লিগে দলের ধারাবাহিক ব্যর্থতা।

এই ম্যাচের পর আগামী শনিবার লা লিগায় মৌসুমের প্রথম ক্লাসিকোতে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে খেলবে বার্সেলোনা। তবে কুমান জানালেন, তাদের মনোযোগ আপাতত চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ ঘিরে।

“আমরা জানি, এটি সহজ ম্যাচ হবে না। আমরা শক্তিশালী একাদশ নামাব। শনিবারের ম্যাচ এখন গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ আগামীকালকের ম্যাচ। এটা কঠিন ম্যাচ হবে। কারণ এখনকার দিনে সহজ প্রতিপক্ষ বলে কিছু নেই। গ্রুপ পর্বে প্রথম ম্যাচ জেতা গুরুত্বপূর্ণ, বিশেষ করে ঘরের মাঠে।”

লিসবনের দুঃস্বপ্নের পর এই প্রথম ইউরোপ সেরার মঞ্চে মাঠে নামবে বার্সেলোনা। এর আগের সময় ভালো কাটেনি দলটির। লা লিগায় নিজেদের শেষ দুই ম্যাচের একটিতে ড্র করেছে, অন্যটিতে হেরেছে তারা।