এশিয়ান দাবায় শেষ আটের আগে বিদায় মেয়েদেরও
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Oct 2020 08:10 PM BdST Updated: 19 Oct 2020 08:10 PM BdST
তৃতীয় দিনে দুই জয় পেলেও এশিয়ান নেশন্স (রিজনস) উইমেন অনলাইন কাপ দাবায় শেষটা ভালো হলো না বাংলাদেশের। কোয়ার্টার-ফাইনালের আগে ছিটকে পড়েছে রানী-শিরিনরা।
চার জয় ও দুই ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে টাইব্রেকিং পদ্ধতিতে ১১তম হয়েছে বাংলাদেশ। এ পর্বের শীর্ষ আট দল নিয়ে হবে কোয়ার্টার-ফাইনাল।
অনলাইনে হওয়া এই প্রতিযোগিতায় সোমবার তিন রাউন্ডের খেলা হয়। সপ্তম রাউন্ডে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ২.৫-১.৫ গেম পয়েন্টে জিতে বাংলাদেশ।
দলের হয়ে দুই মহিলা ইন্টারন্যাশনাল মাস্টারের মধ্যে রানী হামিদ জিতেন, ড্র করেন শারমিন সুলতানা শিরিন। জয় পান মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম। এ রাউন্ডে হেরে যান মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ালিজা আহমেদ।
অষ্টম রাউন্টে জর্ডানের কাছে ৩-১ ব্যবধানে হারা ম্যাচে জয় পান শুধু শিরিন। হেরে যান ওয়ালিজা, রানী ও নোশিন। নবম ও শেষ রাউন্ডে জাপানকে ৩-১ পয়েন্টে হারায় বাংলাদেশ। শিরিনি, ওয়ালিজা ও নোশিন জয় পান। হেরে যান মহিলা ফিদে মাস্টার নাজরানা খান।
আগের দিন নয় রাউন্ড শেষে ১১ পয়েন্ট নিয়ে টাইব্রেকিং পদ্ধতিতে দশম হয়ে ছেলেদের বিভাগের কোয়ার্টার-ফাইনালের আগে ছিটকে যায় বাংলাদেশ। পাঁচ জয়, এক ড্র ও তিন হার দিয়ে এ প্রতিযাগিতা শেষ করেন রিফাত-নিয়াজ-জিয়ারা।
-
উইম্বলডনে ফেদেরারের অভাব অনুভব করছেন নাদাল
-
টিভিতে আজ
-
পগবার ভাইকে দলে টানল মোহনবাগান
-
রেকর্ড ফিতে নাইজেরিয়ান ফরোয়ার্ডকে নিল ফরেস্ট
-
মেজর লিগ সকারের দলে ‘যোগ দিচ্ছেন’ বেল
-
'গোল যদি ১০টা দেওয়া যায়, দশটাই দিতে চাইব'
-
সাবিনাদের সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়তে বললেন কোচ
-
বাফুফেতে কেক কেটে পদ্মা সেতুর উদ্বোধন উদযাপন
সর্বাধিক পঠিত
- সাঁতরে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা বললেন তরুণী?
- প্রথম টোল দিয়ে বাইক নিয়ে পদ্মা সেতু পার হলেন যিনি
- পুলিশের সামনে শিক্ষকের গলায় জুতার মালা: চলছে প্রতিবাদ
- পদ্মা সেতু দিয়ে গাবতলীর বাস কবে চলবে?
- প্রাথমিকে ছুটি ২৮ জুন থেকে, মাধ্যমিকে ৩ জুলাই
- দৌড়েই পদ্মা সেতুতে উঠে পড়লেন তারা
- পাকিস্তানের শেহজাদের অদ্ভুত দাবি
- উৎসবের মাহেন্দ্রক্ষণে মেয়ের সঙ্গে ফ্রেমবন্দি প্রধানমন্ত্রী
- পদ্মা সেতু খুলেছে, ‘হাত নেড়ে কুল পাচ্ছে না’ ঢাকার ট্রাফিক পুলিশ
- ইউক্রেইনজুড়ে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা