এশিয়ান দাবায় শেষ আটের আগেই বাংলাদেশের বিদায়
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Oct 2020 09:08 PM BdST Updated: 18 Oct 2020 09:08 PM BdST
এশিয়ান নেশন্স (রিজনস) মেন অনলাইন কাপ দাবায় তৃতীয় দিনে দুই জয় পেয়েছে বাংলাদেশ। কিন্তু পয়েন্ট তালিকায় দশম স্থানে থাকায় প্রতিযোগিতার কোয়ার্টার-ফাইনালে খেলা হচ্ছে না জিয়া-রিফাত-ফাহাদদের।
রোববার সপ্তম রাউন্ডে জাপানের বিপক্ষে ২.৫-১.৫ গেম পয়েন্টে জিতে বাংলাদেশ। দুই গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ও রিফাত বিন সাত্তার জিতেছেন। ড্র করেছেন গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদ। হেরে যান ইন্টারন্যাশনাল মাস্টার ফাহাদ রহমান।
অষ্টম রাউন্ডে ভারতের কাছে ৩.৫-০.৫ ব্যবধানে হেরে যাওয়া বাংলাদেশ দলের হয়ে কেবল ড্র করেন রিফাত। জিয়া, নিয়াজ ও ইন্টারন্যাশনাল মাস্টার মিনহাজ উদ্দিন হেরে যান।
নবম ও শেষ রাউন্ডে শ্রীলঙ্কাকে ৪-০ গেম পয়েন্টে উড়িয়ে দেয় বাংলাদেশ। এ ম্যাচে জিয়া, রিফাত, মিনহাজ ও ফাহাদ চার জনই পান জয়ের দেখা।
পাঁচ জয়, এক ড্র ও তিন হার দিয়ে প্রতিযাগিতা শেষ করল বাংলাদেশ। নয় রাউন্ড শেষে ১১ পয়েন্ট নিয়ে টাইব্রেকিং পদ্ধতিতে দশম হওয়ায় ছিটকে গেছে কোয়ার্টার-ফাইনালের আগেই।
এ পর্বের শীর্ষ আট দল নিয়ে হবে কোয়ার্টার-ফাইনাল।
সর্বাধিক পঠিত
- যুক্তরাষ্ট্রে গর্ভপাতের অধিকার কেড়ে নিল সুপ্রিম কোর্ট
- উত্তরপত্রে ‘মন ভালো নেই’ লিখে বিপাকে জগন্নাথ শিক্ষার্থী
- প্রাথমিকে ছুটি ২৮ জুন থেকে, মাধ্যমিকে ৩ জুলাই
- ঝড়ো দুই সেঞ্চুরিতে তামিম-ম্যাককালামদের সঙ্গী বেয়ারস্টো
- ‘নিজের গায়ে’ আগুন দিয়ে হাসপাতালে নারী চিকিৎসক
- পদ্মা সেতুর উদ্বোধনে এসে ‘সৌভাগ্যবান’ মনে করছেন জাফরুল্লাহ
- উৎসবের মাহেন্দ্রক্ষণে মেয়ের সঙ্গে ফ্রেমবন্দি প্রধানমন্ত্রী
- পুলিশের সামনে শিক্ষকের গলায় জুতার মালা: চলছে প্রতিবাদ
- যুক্তরাষ্ট্রের জন্য আজ দুঃখের দিন: বাইডেন
- টোল দিয়ে পদ্মা সেতুর প্রথম যাত্রী শেখ হাসিনা