এশিয়ান দাবায় শেষ আটের আগেই বাংলাদেশের বিদায়

এশিয়ান নেশন্স (রিজনস) মেন অনলাইন কাপ দাবায় তৃতীয় দিনে দুই জয় পেয়েছে বাংলাদেশ। কিন্তু পয়েন্ট তালিকায় দশম স্থানে থাকায় প্রতিযোগিতার কোয়ার্টার-ফাইনালে খেলা হচ্ছে না জিয়া-রিফাত-ফাহাদদের।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Oct 2020, 03:08 PM
Updated : 18 Oct 2020, 03:08 PM

রোববার সপ্তম রাউন্ডে জাপানের বিপক্ষে ২.৫-১.৫ গেম পয়েন্টে জিতে বাংলাদেশ। দুই গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ও রিফাত বিন সাত্তার জিতেছেন। ড্র করেছেন গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদ। হেরে যান ইন্টারন্যাশনাল মাস্টার ফাহাদ রহমান।

অষ্টম রাউন্ডে ভারতের কাছে ৩.৫-০.৫ ব্যবধানে হেরে যাওয়া বাংলাদেশ দলের হয়ে কেবল ড্র করেন রিফাত। জিয়া, নিয়াজ ও ইন্টারন্যাশনাল মাস্টার মিনহাজ উদ্দিন হেরে যান।

নবম ও শেষ রাউন্ডে শ্রীলঙ্কাকে ৪-০ গেম পয়েন্টে উড়িয়ে দেয় বাংলাদেশ। এ ম্যাচে জিয়া, রিফাত, মিনহাজ ও ফাহাদ চার জনই পান জয়ের দেখা।

পাঁচ জয়, এক ড্র ও তিন হার দিয়ে প্রতিযাগিতা শেষ করল বাংলাদেশ। নয় রাউন্ড শেষে ১১ পয়েন্ট নিয়ে টাইব্রেকিং পদ্ধতিতে দশম হওয়ায় ছিটকে গেছে কোয়ার্টার-ফাইনালের আগেই।

এ পর্বের শীর্ষ আট দল নিয়ে হবে কোয়ার্টার-ফাইনাল।