মুলার-লেভানদোভস্কির নৈপুণ্যে সহজ জয় বায়ার্নের
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Oct 2020 12:53 AM BdST Updated: 18 Oct 2020 12:53 AM BdST
শুরু থেকে বলের নিয়ন্ত্রণ ও আক্রমণে এগিয়ে থাকা বায়ার্ন মিউনিখের কাছে পাত্তা পেল না আর্মিনিয়া বিলেফেল্ড। জোড়া গোল করলেন টমাস মুলার ও রবের্ত লেভানদোভস্কি। অনায়াস জয় পেল হান্স ফ্লিকের দল।
প্রতিপক্ষের মাঠে শনিবার বুন্ডেসলিগার ম্যাচটি ৪-১ গোলে জিতেছে বায়ার্ন। চলতি লিগে চার ম্যাচে তৃতীয় জয় পেল প্রতিযোগিতার শিরোপাধারীরা।
অষ্টম মিনিটে নিজেদের মধ্যে দারুণ বোঝাপড়ায় এগিয়ে যায় বায়ার্ন। লেভানদোভস্কির ফ্লিক থেকে বল পেয়ে নিজে শট না নিয়ে মুলার বাড়ান বাঁ দিকে থাকা কিংসলে কোমানের উদ্দেশে। কিন্তু বল এক ডিফেন্ডারের পায়ে লেগে ফিরে আসে মুলারের কাছে। গোলরক্ষক আগেই বেরিয়ে আসায় ফাঁকা পোস্টে অনায়াসে লক্ষ্যভেদ করেন জার্মান ফরোয়ার্ড।
লেভানদোভস্কির ২৫তম মিনিটের গোলে ব্যবধান হয় দ্বিগুণ। লেয়ন গোরেটস্কার পাস নিয়ন্ত্রণে নিয়ে দেখে শুনে ডান পায়ের শটে জাল খুঁজে নেন পোলিশ ফরোয়ার্ড। আর্মিনিয়া গোলরক্ষক ঝাঁপিয়েও নাগাল পাননি বলের।
প্রথমার্ধের শেষ দিকের গোলে বড় জয়ের পথে ছুটতে থাকে সব প্রতিযোগিতা মিলিয়ে আগের তিন ম্যাচ জিতে আসা বায়ার্ন। মুলারের পাস ধরে ডি-বক্সের একটু ওপর থেকে নিচু শটে লক্ষ্যভেদ করেন লেভানদোভস্কি।
দ্বিতীয়ার্ধের শুরুতে লেভানদোভস্কির ক্রস থেকে ডান পায়ের শটে স্কোরলাইন ৪-০ করেন মুলার। ৫৮তম মিনিটে জাপানের অ্যাটাকিং মিডফিল্ডার রিতসু দোয়ানের গোলে ব্যবধান কমায় আর্মিনিয়া।
শেষ দিকে ১০ জনের দলে পরিণত হয় বায়ার্ন। ৭৬তম মিনিটে ফাবিয়ান ক্লসকে পেছন থেকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন ফরাসি মিডফিল্ডার কোরোঁতাঁ তোলিসো।
একটু পর মুলারের হেডের পর হাভি মার্তিনেসও হেডেই জাল খুঁজে নিতে চেয়েছিলেন; কিন্তু পোস্টে লেগে ফিরলে ব্যবধান আর বাড়িয়ে নিতে পারেনি বায়ার্ন।
চার ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে বায়ার্ন। শনিবার অন্য ম্যাচে হফেনহাইমকে ১-০ গোলে হারানো বরুশিয়া ডর্টমুন্ড সমান ৯ পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে পিছিয়ে তৃতীয় স্থানে রয়েছে।
শীর্ষে থাকা লাইপজিগের পয়েন্ট ১০।
সর্বাধিক পঠিত
- বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার পর ম্যাচ পরিত্যক্ত
- ব্যাটিং হতাশার ফাঁকে সাকিব-সোহানের ক্যামিও
- নাম বিভ্রাটে ছেড়ে দিয়ে বিয়ের আসর থেকে ফের গ্রেপ্তার
- ওভারে ৩৫ রান দিয়ে ব্রডের বিশ্ব রেকর্ড
- ভাড়া কমল বরিশাল-ঢাকা নৌপথে
- এনামুলকে মনে ধরেছে ডমিঙ্গোর, তবে…
- ৩০ কিলোমিটার দীর্ঘ সমুদ্র সেতু ভ্রমণের অভিজ্ঞতা
- অসুস্থ ছিলাম, দলের কেউ খোঁজ নেয়নি: রওশন
- নড়াইলে অধ্যক্ষ লাঞ্ছিত: প্রতিবেদন দিয়েছে তদন্ত কমিটি
- নারায়ণগঞ্জে শিক্ষকের পিটুনিতে আহত দুই ছাত্রী হাসপাতালে