দাবায় নিউ জিল্যান্ড মেয়েদের বিপক্ষে বাংলাদেশের জয়

এশিয়ান নেশন্স (রিজনস) উইমেন অনলাইন কাপ দাবায় দ্বিতীয় দিনটি মোটামুটি কেটেছে বাংলাদেশের। নিউ জিল্যান্ডের বিপক্ষে এসেছে জয়। ড্র হয়েছে লেবাননের বিপক্ষে ম্যাচ। মেয়েদেরকে হারের স্বাদ দিয়েছে সিঙ্গাপুর।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Oct 2020, 12:24 PM
Updated : 17 Oct 2020, 12:24 PM

প্রতিযোগিতায় শনিবার দ্বিতীয় দিনে তিন রাউন্ডের খেলা হয়েছে। চতুর্থ রাউন্ডে সিঙ্গাপুরের বিপক্ষে ২.৫-১.৫ গেম পয়েন্টে হারে মেয়েরা।

সিঙ্গাপুরের বিপেক্ষে মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম জিতেন; ড্র করেন মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ালিজা আহমেদ। এ রাউন্ডে হেরে যান মহিলা ইন্টারন্যাশনাল মাস্টার শারমিন সুলতানা শিরিন ও রানী হামিদ।

পঞ্চম রাউন্ডে  নিউ জিল্যান্ডকে ৩-১ ব্যবধানে হারায় বাংলাদেশ। নোশিন, রানী ও ওয়ালিজা জয় পান। এ রাউন্ডেও হেরে যান শিরিন। ষষ্ঠ রাউন্ডে লেবাননের বিপক্ষে ২-২ ড্রয়ে নিজেদের খেলায় জয় পান রানী ও নোশিন। হেরেছেন শিরিন ও ওয়ালিজা।

ছয় রাউন্ড শেষে ৬ পয়েন্ট নিয়ে টাইব্রেকিং পদ্ধতিতে একাদশ স্থানে আছে বাংলাদেশ। ১০ পয়েন্ট নিয়ে টাইব্রেকিং পদ্ধতিতে ফিলিপিন্সের মেয়েরা শীর্ষে, ভারত দ্বিতীয় ও ইরান তৃতীয় স্থানে আছে।