নভেম্বরে বাংলাদেশ-নেপাল প্রীতি ম্যাচ

দুটি প্রীতি ম্যাচ খেলার জন্য নেপালকে আমন্ত্রণ জানিয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন। আগামী নভেম্বরে ম্যাচ দুটি খেলার ব্যাপারে সম্মতি জানিয়েছে নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Oct 2020, 06:16 PM
Updated : 16 Oct 2020, 06:16 PM

বাংলাদেশের আমন্ত্রণের ব্যাপারে নেপাল স্পোর্টস কাউন্সিলের কাছ থেকে অনুমতি পাওয়ার পর বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) সম্মতি জানায় দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন।

নেপাল আগামী ১১-১৯ নভেম্বরে ফিফার উইন্ডোতে ম্যাচ দুটি ঢাকায় খেলতে চায় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে গত মার্চ থেকে বন্ধ রয়েছে জাতীয় দলের খেলা। মাঝে কাতার বিশ্বকাপের বাছাই পুনরায় শুরুর হওয়ার সম্ভাবনা জাগায় ক্যাম্প শুরু করেছিল দল। কিন্তু একই কারণে বিশ্বকাপ বাছাই পিছিয়ে যাওয়ায় সে ক্যাম্পও বন্ধ করে দেয় বাফুফে।

২০২০ সালে বাছাইয়ের কোনো ম্যাচ হবে না বলে গত অগাস্টে জানায় ফিফা ও এএফসি।