দাবায় তাজিকিস্তানের বিপক্ষে জয়, অস্ট্রেলিয়ার কাছে হার
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Oct 2020 10:44 PM BdST Updated: 16 Oct 2020 10:44 PM BdST
এশিয়ান নেশন্স (রিজনস) অনলাইন দাবা প্রতিযোগিতায় দ্বিতীয় দিন ভালো কাটেনি বাংলাদেশের। তাজিকিস্তানের বিপক্ষে জিতেছে দল। হেরেছে অস্ট্রেলিয়া ও কিরগিজস্তানের বিপক্ষে।
পাঁচ দিন বিরতি দিয়ে শুক্রবার প্রতিযোগিতার তিন রাউন্টের খেলা অনুষ্ঠিত হয়। চতুর্থ রাউন্ডে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩.৫-০.৫ গেম পয়েন্টে হারে বাংলাদেশ; গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ড্র করেন এবং গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদ, রিফাত বিন সাত্তার ও ইন্টারন্যাশনাল মাস্টার ফাহাদ রহমান হেরে যান।
পঞ্চম রাউন্ডে তাজিকিস্তানকে ২.৫-১.৫ গেম পয়েন্টে হারায় বাংলাদেশ। এ পর্বে গ্র্যান্ডমাস্টার রিফাত ও ইন্টারন্যাশনাল মাস্টার মিনহাজ উদ্দিন জয় পান। ড্র করেন জিয়া ও হেরে যান ফাহাদ।
দিনের শেষ রাউন্ডে কিরগিজস্তানের বিপক্ষে ৩-১ ব্যবধানে হরে দল। নিয়াজ ও জিয়া ড্র করেন। হেরে যান রিফাত ও মিনহাজ।
ছয় রাউন্ড শেষে ৭ পয়েন্ট নিয়ে টাইব্রেকিং পদ্ধতিতে চতুর্দশ স্থানে আছে বাংলাদেশ। ১১ পয়েন্ট নিয়ে শীর্ষে ইরান।
সর্বাধিক পঠিত
- বদলি করা হল চট্টগ্রামের মানবিক পুলিশ ইউনিটের শওকতকে
- পৃথ্বী ১৫২ বলে ২২৭, রেকর্ডের ছড়াছড়ি
- ছক্কার রেকর্ডে রোহিতকে ছাড়িয়ে গাপটিল
- যেভাবে গ্রাহকের টাকা হাতিয়েছিলেন এক ব্যাংক কর্মকর্তা
- দেশে ফিরে হুইল চেয়ারে চড়ে গাড়িতে উঠলেন ফখরুল
- পদ্মায় রেল সংযোগ: চীনা ঠিকাদারের কথা উড়িয়ে দিলেন রেলমন্ত্রী
- ইংল্যান্ড বাদ, ড্র করলেই ফাইনালে ভারত
- মেসির সিদ্ধান্তকে স্বাগত জানাব: মাসচেরানো
- স্পিন স্বর্গে ২ দিনেই ইংল্যান্ডকে হারাল ভারত
- ডিজিটাল নিরাপত্তা আইনে বন্দি মুশতাকের কারাগারে মৃত্যু