ফুটবলের দলবদল শুরু ১ নভেম্বর

আগামী ১ নভেম্বর শুরু হবে ফুটবলারদের ২০২০-২১ মৌসুমের দলবদল। শেষ হবে ১৫ ডিসেম্বর। এর চার দিন পর ফেডারেশন কাপ দিয়ে নতুন মৌসুম শুরুর সিদ্ধান্ত জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পেশাদার লিগ কমিটি।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Oct 2020, 01:42 PM
Updated : 15 Oct 2020, 01:42 PM

বাফুফে ভবনে বৃহস্পতিবার লিগ কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয় লিগের ভেন্যু, বিদেশি খেলোয়াড় নিবন্ধন, নতুন মৌসুমে খেলোয়াড়দের পরিশ্রমিকসহ আরও কিছু বিষয় নিয়ে।

এর আগে ক্লাবগুলো চার বিদেশি খেলানোর প্রস্তাব দিয়েছিল। লিগ কমিটি সে প্রস্তাবে সাড়া দিয়েছে। চার বিদেশির মধ্যে একজন এশিয়ান কোটার খেলোয়াড় থাকার বাধ্যবাধকতা দিয়েছে কমিটি।

ক্লাব বদলের সুযোগ রেখে লিগ কমিটি জানিয়েছিল, নতুন মৌসুমেও খেলোয়াড়দের মূলত থাকতে হবে পুরনো দলে। তবে কোনো ক্লাব খেলোয়াড় ছাড়তে চাইলে তাদের নাম আগামী ৩০ অক্টোবরের মধ্যে জানাতে হবে বলেও জানিয়েছে কমিটি।

করোনাভাইরাস পরিস্থিতির কারণে ঢাকা ও ঢাকার আশপাশের ভেন্যুগুলোতে লিগ আয়োজনের পরিকল্পনা আগেই নিয়েছিল বাফুফে। আপাতত পর্যবেক্ষণে থাকা ভেন্যুগুলো থেকে তিন বা চারটি পরের সভায় চূড়ান্ত করার কথা জানিয়েছে দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, বাংলাদেশ আর্মি স্টেডিয়াম, গাজীপূরের শহীদ বরকত স্টেডিয়াম, নরসিংদীর মোসলেহ উদ্দিন ভূইয়া স্টেডিয়াম, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি ও কুমিল্লা জেলা স্টেডিয়াম-এই ছয়টি ভেন্যু বাফুফের পর্যবেক্ষণে রয়েছে।