আইসোলেশনে ইউভেন্তুস স্কোয়াড

মিডফিল্ডার ওয়েস্টন ম্যাককেনির শরীরে করোনাভাইরাস শনাক্ত হওয়ায় ইউভেন্তুস তাদের পুরো স্কোয়াডকে আইসোলেশনে পাঠিয়েছে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Oct 2020, 05:39 PM
Updated : 14 Oct 2020, 05:39 PM

ক্লাবের পক্ষ থেকে বুধবার দেওয়া এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়। এ মৌসুমের শুরুতে শালকে থেকে ধারে ইউভেন্তুসে যোগ দেওয়া যুক্তরাষ্ট্রের ফুটবলার ম্যাককেনির শারীরিক অবস্থা নিয়ে আর কিছু বলা হয়নি।

বাকি খেলোয়াড়দেরও কোভিড-১৯ পরীক্ষা করানো হবে এবং যাদের ফল নেগেটিভ আসবে তাদের নিয়ে অনুশীলন ও ম্যাচ খেলা চালিয়ে যাওয়ার ঘোষণাও দেওয়া হয়েছে বিবৃতিতে।

দলটির তারকা ফরোয়ার্ড ক্রিস্তিয়ানো রোনালদোও কোভিড-১৯ পজিটিভ হয়েছেন। পর্তুগিজ এই ফুটবলার অবশ্য তখন জাতীয় দলের সঙ্গে ছিলেন। মঙ্গলবার পর্তুগাল ফুটবল ফেডারেশনের পক্ষ থেকেই খবরটি জানানো হয়।

এর আগে গত ৩ অক্টোবর ক্লাবটির দুজন সাপোর্ট স্টাফ কোভিড-১৯ পজিটিভ হওয়ায় পুরো দলকে আইসোলেশনে পাঠানো হয়েছিল।

আন্তর্জাতিক ফুটবলের বিরতি শেষে সেরি আয় আগামী শনিবার ক্রোতোনের বিপক্ষে খেলবে প্রতিযোগিতাটির টানা নয়বারের চ্যাম্পিয়নরা। তিন দিন পর দিনামো কিয়েভের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে মাঠে নামবে তুরিনের দলটি।