করোনাভাইরাসে আক্রান্ত রোনালদো

করোনাভাইরাস এবার থাবা বসাল ক্রিস্তিয়ানো রোনালদোর শরীরে। পর্তুগিজ এই ফরোয়ার্ড কোভিড-১৯ টেস্টে পজিটিভ হয়েছেন বলে জানিয়েছে দেশটির ফুটবল ফেডারেশন।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Oct 2020, 02:36 PM
Updated : 13 Oct 2020, 03:28 PM

মঙ্গলবার এক বিবৃতিতে খবরটি জানায় সংস্থাটি। ইউভেন্তুসের এই ফরোয়ার্ড ‘ভালো আছেন’ এবং তার মধ্যে ‘কোনো উপসর্গ’ নেই বলেও জানিয়েছে তারা।

৩৫ বছর বয়সী ফুটবলার এখন আইসোলেশনে আছেন। প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হওয়ার কারণে বুধবার সুইডেনের বিপক্ষে পর্তুগালের উয়েফা নেশন্স লিগের ম্যাচটি খেলতে পারবেন না রোনালদো।

পর্তুগাল দলে কেবল রোনালদোই এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বাকিরা সুস্থ্য আছেন। অর্থাৎ সুইডেনের বিপক্ষে ম্যাচে বাকিদের পাচ্ছেন পর্তুগাল কোচ ফের্নান্দো সান্তোস।

কোয়ারেন্টিন পিরিয়ডের কারণে আগামী শনিবার ইউভেন্তুসের হয়ে সেরি আয় খেলতে পারবেন না রোনালদো। তিন দিন পর দিনামো কিয়েভের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ম্যাচেও দর্শক থাকতে হবে তাকে।

আগামী ২৫ অক্টোবর ইউভেন্তুস চ্যাম্পিয়ন্স লিগে পরের ম্যাচ খেলবে।

সামাজিক যোগাযোগের মাধ্যমে সোমবার জাতীয় দল সতীর্থদের সঙ্গে একটি ছবি দিয়ে রোনালদো লেখেন, “মাঠে ও মাঠের বাইরে ঐক্যবদ্ধ আছি।“