নরওয়ের হয়ে হলান্ডের প্রথম হ্যাটট্রিক

জাতীয় দলের হয়ে প্রথম হ্যাটট্রিকের স্বাদ পেয়েছেন সময়ের আলোচিত ফুটবলার আর্লিং হলান্ড। তার নৈপুণ্যে উয়েফা নেশন্স লিগে রোমানিয়াকে উড়িয়ে দিয়েছে নরওয়ে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Oct 2020, 12:08 PM
Updated : 12 Oct 2020, 12:08 PM

নিজেদের মাঠে রোববার ‘বি’ লিগের এক নম্বর গ্রুপের ম্যাচটি ৪-০ গোলে জেতে নরওয়ে। অন্য গোলটি করেন অ্যালেক্সান্ডার সরলথ।

ত্রয়োদশ মিনিটে দলকে এগিয়ে নেন হলান্ড। বিরতির পর ১০ মিনিটের ব্যবধানে আরও দুবার বল জালে পাঠিয়ে হ্যাটট্রিক পূরণ করেন ২০ বছর বয়সী এই ফরোয়ার্ড।

গত জানুয়ারিতে বরুশিয়া ডর্টমুন্ডে যোগ দিয়ে দুর্দান্ত শুরু করেন এই তরুণ। বুন্ডেসলিগায় অভিষেক ম্যাচে বদলি নেমে ২৩ মিনিটে হ্যাটট্রিক করে দেন উজ্জ্বল ভবিষ্যতের বার্তা।

এই মৌসুমে জার্মান ক্লাবটির হয়ে এখন পর্যন্ত তিনি পাঁচ ম্যাচে করেছেন পাঁচ গোল।  জাতীয় দলের জার্সিতে ছয় ম্যাচে তার গোল হলো ছয়টি।

ম্যাচের পর হলান্ডকে প্রশংসায় ভাসান নরওয়ে কোচ লার্স লেজারব্যাক।

“সে এখনও খুব তরুণ। অন্য খেলোয়াড়দের সঙ্গে তার তুলনা করা ঠিক হবে না। তবে আমার কখনও এমন ভালো মানের স্ট্রাইকার ছিল না।”

"সে আন্তর্জাতিক মানের খেলোয়াড়। তবে আরও কিছুদিন পর অন্য খেলোয়াড়দের সঙ্গে তার তুলনা করব আমি।”