ঘুরে দাঁড়িয়ে বেলজিয়ামকে হারাল ইংল্যান্ড
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 11 Oct 2020 11:57 PM BdST Updated: 12 Oct 2020 03:16 AM BdST
ঘরের মাঠে পিছিয়ে পড়ার ধাক্কা সামলে দারুণভাবে ঘুরে দাঁড়াল ইংল্যান্ড। ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ দল বেলজিয়ামকে হারিয়ে উয়েফা নেশন্স লিগে জয়ে ফিরল সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা।
লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে রোববার ‘এ’ লিগের দুই নম্বর গ্রুপের ম্যাচে ২-১ গোলে জেতে গ্যারেথ সাউথগেটের দল। প্রথমার্ধে রোমেলু লুকাকু বেলজিয়ামকে এগিয়ে নেওয়ার পর সমতা ফেরান মার্কাস র্যাশফোর্ড। বিরতির পর জয়সূচক গোলটি করেন ম্যাসন মাউন্ট।
বেলজিয়ামের বিপক্ষে টানা দুই হারের পর জয়ের দেখা পেল ইংল্যান্ড। ২০১৮ সালের নভেম্বরের পর প্রথম হারের তেতো স্বাদ পেল বেলজিয়াম।
গত সপ্তাহে প্রীতি ম্যাচে কোত দি ভোয়ার বিপক্ষে শেষ দিকে গোল খেয়ে ড্র করা বেলজিয়াম শুরু থেকে আক্রমণাত্মক ফুটবলে চেপে ধরে ইংল্যান্ডকে। দশম মিনিটে এগিয়ে যেতে পারত তারা। ইয়ানিক কারাসকো বল জালে পাঠালেও অফসাইডের কারণে গোল পায়নি সফরকারীরা।

বেলজিয়ামের সর্বোচ্চ গোলদাতা লুকাকুর গোল হলো ৫৩টি। ঠিক এক বছর পর গোল হজম করল ইংল্যান্ড। গত বছর এই দিনে চেক রিপাবলিকের বিপক্ষে ২-১ গোলে হেরেছিল তারা।
২০তম মিনিটে ব্যবধান দ্বিগুণ হতে পারত। বেলজিয়ামের তমা মুনিয়েরের শট যায় পোস্টের সামান্য বাইরে দিয়ে।
৩৯তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে ইংল্যান্ডকে ম্যাচে ফেরান র্যাশফোর্ড। বেলজিয়ামের মুনিয়ের ডি-বক্সে জর্ডান হেন্ডারসনকে ফেলে দিলে পেনাল্টি পায় গত সপ্তাহে প্রীতি ম্যাচে ওয়েলসকে ৩-০ গোলে হারানো দলটি।
বিরতির আগেই আবার এগিয়ে যেতে পারত গত বিশ্বকাপে ইংল্যান্ডকে দুবার হারানো বেলজিয়াম। কিন্তু লুকাকুর দারুণ ব্যাকহিলে ডি-বক্সে ফাঁকায় বল পেয়েও বাইরে দিয়ে শট নেন কারাসকো।
দ্বিতীয়ার্ধে তুলনামূলক ভালো খেলা ইংল্যান্ডকে ৬৪তম মিনিটে এগিয়ে নেন মাউন্ট। ডি-বক্সের বাঁ দিক থেকে চেলসির এই মিডফিল্ডারের শট বেলজিয়ামের টবি আল্ডারভাইরেল্ডের পায়ে লেগে দূরের পোস্টের ওপরের কোণা দিয়ে জালে জড়ায়।

শেষ দিকে ইংল্যান্ডও সুবর্ণ একটি সুযোগ নষ্ট করলে ব্যবধান আর বাড়েনি।
আইসল্যান্ডকে হারিয়ে আসর শুরুর পর ডেনমার্কের বিপক্ষে গোলশূন্য ড্র করেছিল ইংল্যান্ড। তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে উঠে এসেছে সাউথগেটের দল। টানা দুই জয়ের পর প্রথম হারের স্বাদ পাওয়া বেলজিয়াম ৬ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে।
-
দেম্বেলে আর আমাদের খেলোয়াড় নয়: লাপোর্তা
-
ব্যালন ডি'অরের প্রশ্নে ভিনিসিউস বললেন, 'ঈশ্বর চাইলে একদিন হবে'
-
ইতিহাস গড়ে সেমিতে হালেপের সামনে রিবাকিনা
-
শাভির কোচিংয়ে খেলতেই বার্সায় কেসিয়ে
-
রোনালদোকে নিয়ে ইউনাইটেডে বাড়ছে অনিশ্চয়তা
-
‘নেইমারকে দলে চাইবে না কোন কোচ?’
-
জাতীয় স্কুল ফুটবলে চ্যাম্পিয়ন নীলফামারীর ছমির উদ্দিন স্কুল
-
স্পেনের উইলিয়ামস এখন ঘানার
সর্বাধিক পঠিত
- বিদ্যুৎকেন্দ্র চালু রাখাটাই কষ্টকর হয়ে গেছে: প্রধানমন্ত্রী
- শাস্তি পেল বাংলাদেশ দল
- লাইসেন্স ছাড়া মোটরসাইকেল নিবন্ধন আর নয়
- সঙ্কট আসতে পারে, প্রস্তুত থাকতে হবে: কাদের
- ইতিহাস গড়ে বিশ্বকাপে ইন্দোনেশিয়া
- হোমিও থেকে হেনোলাক্সের ব্যবসাতেই কোটিপতি নুরুল আমিন
- অনেক রদবদলের ওয়ানডে দলে অধিনায়ক ধাওয়ান
- প্রতারকের খপ্পরে পড়ে হজে যাওয়া হচ্ছে না ৩০০ জনের
- ফিরে আসা লোড শেডিংয়ে নাজেহাল নগর জীবন
- কোথায় কখন লোড শেডিং, সময় বেঁধে দেওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর