ঘুরে দাঁড়িয়ে বেলজিয়ামকে হারাল ইংল্যান্ড

ঘরের মাঠে পিছিয়ে পড়ার ধাক্কা সামলে দারুণভাবে ঘুরে দাঁড়াল ইংল্যান্ড। ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষ দল বেলজিয়ামকে হারিয়ে উয়েফা নেশন্স লিগে জয়ে ফিরল সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Oct 2020, 05:57 PM
Updated : 11 Oct 2020, 09:16 PM

লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে রোববার ‘এ’ লিগের দুই নম্বর গ্রুপের ম্যাচে ২-১ গোলে জেতে গ্যারেথ সাউথগেটের দল। প্রথমার্ধে রোমেলু লুকাকু বেলজিয়ামকে এগিয়ে নেওয়ার পর সমতা ফেরান মার্কাস র‍্যাশফোর্ড। বিরতির পর জয়সূচক গোলটি করেন ম্যাসন মাউন্ট।

বেলজিয়ামের বিপক্ষে টানা দুই হারের পর জয়ের দেখা পেল ইংল্যান্ড। ২০১৮ সালের নভেম্বরের পর প্রথম হারের তেতো স্বাদ পেল বেলজিয়াম।

গত সপ্তাহে প্রীতি ম্যাচে কোত দি ভোয়ার বিপক্ষে শেষ দিকে গোল খেয়ে ড্র করা বেলজিয়াম শুরু থেকে আক্রমণাত্মক ফুটবলে চেপে ধরে ইংল্যান্ডকে। দশম মিনিটে এগিয়ে যেতে পারত তারা। ইয়ানিক কারাসকো বল জালে পাঠালেও অফসাইডের কারণে গোল পায়নি সফরকারীরা।

ষোড়শ মিনিটে সফল স্পট-কিকে দলকে এগিয়ে নেন লুকাকু। ইন্টার মিলানের এই ফরোয়ার্ডকে ইংল্যান্ডের এরিক ডায়ার ডি-বক্সে ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি।

বেলজিয়ামের সর্বোচ্চ গোলদাতা লুকাকুর গোল হলো ৫৩টি। ঠিক এক বছর পর গোল হজম করল ইংল্যান্ড। গত বছর এই দিনে চেক রিপাবলিকের বিপক্ষে ২-১ গোলে হেরেছিল তারা।

২০তম মিনিটে ব্যবধান দ্বিগুণ হতে পারত। বেলজিয়ামের তমা মুনিয়েরের শট যায় পোস্টের সামান্য বাইরে দিয়ে।

৩৯তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে ইংল্যান্ডকে ম্যাচে ফেরান র‍্যাশফোর্ড। বেলজিয়ামের মুনিয়ের ডি-বক্সে জর্ডান হেন্ডারসনকে ফেলে দিলে পেনাল্টি পায় গত সপ্তাহে প্রীতি ম্যাচে ওয়েলসকে ৩-০ গোলে হারানো দলটি।

বিরতির আগেই আবার এগিয়ে যেতে পারত গত বিশ্বকাপে ইংল্যান্ডকে দুবার হারানো বেলজিয়াম। কিন্তু লুকাকুর দারুণ ব্যাকহিলে ডি-বক্সে ফাঁকায় বল পেয়েও বাইরে দিয়ে শট নেন কারাসকো।

দ্বিতীয়ার্ধে তুলনামূলক ভালো খেলা ইংল্যান্ডকে ৬৪তম মিনিটে এগিয়ে নেন মাউন্ট। ডি-বক্সের বাঁ দিক থেকে চেলসির এই মিডফিল্ডারের শট বেলজিয়ামের টবি আল্ডারভাইরেল্ডের পায়ে লেগে দূরের পোস্টের ওপরের কোণা দিয়ে জালে জড়ায়।

৭২তম মিনিটে দলকে সমতায় ফেরানোর ভালো একটি সুযোগ হাতছাড়া করেন কারাসকো। কেভিন ডে ব্রুইনের দারুণ পাস থেকে গোলরক্ষককে একা পেয়েও বাইরে দিয়ে শট নেন তিনি।

শেষ দিকে ইংল্যান্ডও সুবর্ণ একটি সুযোগ নষ্ট করলে ব্যবধান আর বাড়েনি।

আইসল্যান্ডকে হারিয়ে আসর শুরুর পর ডেনমার্কের বিপক্ষে গোলশূন্য ড্র করেছিল ইংল্যান্ড। তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে উঠে এসেছে সাউথগেটের দল। টানা দুই জয়ের পর প্রথম হারের স্বাদ পাওয়া বেলজিয়াম ৬ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে।