দাবায় হংকংয়ের মেয়েদের বিপক্ষে বাংলাদেশের জয়

এশিয়ান নেশন্স (রিজনস) উইমেন অনলাইন কাপ দাবার প্রথম দিনটি মিশ্র কেটেছে বাংলাদেশের। হংকংকে উড়িয়ে দেওয়ার পর ইন্দোনেশিয়ার কাছে হেরেছে মেয়েরা। দিনের শেষ রাউন্ডে ড্র করেছে শ্রীলঙ্কার বিপক্ষে।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Oct 2020, 01:50 PM
Updated : 11 Oct 2020, 01:50 PM

অনলাইনে হওয়া এই প্রতিযোগিতায় রোববার প্রথম দিনে তিন রাউন্ডের খেলা হয়। প্রথম রাউন্ডে হংকংকে ৪-০ গেম পয়েন্টে উড়িয়ে দেয় বাংলাদেশ। দলের হয়ে মহিলা ইন্টারন্যাশনাল মাস্টার শারমিন সুলতানা শিরিন ও রানী হামিদ, মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ালিজা আহমেদ এবং মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম জয় পান।

ইন্দোনেশিয়ার কাছে ২.৫-১.৫ গেম পয়েন্টে হেরে যাওয়া ম্যাচেও শারমিন জয় পান। ড্র করেন নোশিন। হেরে যান রানী হামিদ ও ওয়ালিজা।

তৃতীয় রাউন্ডে শ্রীলঙ্কার বিপক্ষে ২-২ ড্রয়ে জিতেন শারমিন ও ওয়ালিজা। হেরে যান নোশিন এবং মহিলা ফিদে মাস্টার নাজরানা খান। 

৩ পয়েন্ট নিয়ে টাইব্রেকিং পদ্ধতিতে ৩১ দেশের মধ্যে চতুর্দশ স্থানে আছে বাংলাদেশ।