ডেভেলপমেন্ট কমিটি ছেড়ে নতুন চ্যালেঞ্জে সালাউদ্দিন
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 11 Oct 2020 06:54 PM BdST Updated: 11 Oct 2020 06:54 PM BdST
দেশের ফুটবলকে এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দিয়ে চতুর্থবারের মতো নির্বাচিত হওয়ার পর নতুন চ্যালেঞ্জ নিলেন কাজী সালাউদ্দিন। ডেভেলপমেন্ট কমিটি গতবার রেখেছিলেন নিজের হাতে। এবার এই দায়িত্ব তুলে দিলেন নতুন সহ-সভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিকের কাঁধে। বদলে নিলেন জেলা ফুটবল লিগ কমিটির দায়িত্ব। প্রতিশ্রুতি দিলেন জেলা পর্যায়ে ফুটবল সচল রাখার।
সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী, সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ থাকছেন আগের দায়িত্বে।
গত নির্বাচনে জয়ীদের নিয়ে রোববার বাফুফে ভবনে প্রথম বৈঠকে বসেন সালাউদ্দিন। সভায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বিভিন্ন স্ট্যান্ডিং কমিটির প্রধান নির্ধারণ করা হয়েছে।
বোর্ডে নিজের নতুন দায়িত্ব প্রসঙ্গে বলতে গিয়ে বরাবরের মতো আত্মবিশ্বাসী ঢঙে ভালো কিছু করার প্রতিশ্রুতি দেন সালাউদ্দিন।
“আমি জেলার ফুটবল দেখার দায়িত্ব নিয়েছি। শোনা যায় লিগ হয় না জেলায়। তাই আমি এটা দেখব। ওই শূন্যতা পূরণ করতে যাতে কারও উপর ভরসা করতে না হয়।”
আগের মতোই প্রফেশনাল লিগ কমিটি ও ফাইন্যান্স কমিটির দায়িত্বে সালাম ও সহ-সভাপতি নাবিল থাকছেন ন্যাশনাল টিমস কমিটির দায়িত্বে। দুজন দুই কমিটিকে আরও এগিয়ে নেবেন বলে আশাবাদী সালাউদ্দিন।
“প্রফেশনাল লিগ কমিটি ও ফাইন্যান্স কমিটি থাকছে সিনিয়র সহ-সভাপতি সালাম মুর্শেদীর কাছে। জাতীয় দল কমিটিতে কাজী নাবিল আহমেদ কাজ এগিয়ে নেবেন। কারণ আমি ধারাবাহিকতায় বিশ্বাস করি। নতুন একজন আসলে খাপ খাইয়ে নিতে সময় লাগবে। জাতীয় দল সঠিক পথেই আছে, তাই নাবিল কন্টিনিউ করবেন।”
গতবার মহানগর ফুটবল কমিটির চেয়ারম্যান ছিলেন হারুনুর রশিদ। এবার এই কমিটি দেখবেন সবচেয়ে বেশি ভোট পেয়ে সহ-সভাপতি নির্বাচিত হওয়া ইমরুল হাসান।
“ইমরুল হাসানকে মহানগর ফুটবল লিগ কমিটির দায়িত্ব দেওয়া হয়েছে। ডেভেলপমেন্ট কমিটির দায়িত্ব বলতে গেলে আমার থেকে কেড়ে নিয়েছেন মানিক, যেটা আমার কাছে ছিল। তিনি বলেছেন আমার থেকে বেটার করবেন। দেখা যাক উনি কেমন করেন।”
এবারও নারী ফুটবলের দায়িত্ব থাকছে মাহফুজা আক্তার কিরণের হাতে। রেফারিজ কমিটির চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী, কম্পিটিশন কমিটির প্রধান হয়েছেন হারুন-উর রশিদ। স্কুল কমিটির চেয়ারম্যান বিজন বড়ুয়া এবং বিচ ও ফুটসাল দেখভাল করবেন সদস্য পদে নির্বাচিত হওয়া সত্যজিৎ দাস রুপু।
-
ধর্ষণের অভিযোগে প্রিমিয়ার লিগের আরেক ফুটবলার গ্রেপ্তার
-
সাবেক টটেনহ্যাম কোচ নুনো এবার সৌদি ক্লাবের দায়িত্বে
-
গুঞ্জনের মধ্যে ম্যানইউয়ের অনুশীলনে অনুপস্থিত রোনালদো
-
টিভিতে আজ
-
উইম্বলডনকে জরিমানা
-
চেলসি থেকে বার্সেলোনায় ক্রিস্টেনসেন
-
কক্সবাজারে টেকনিক্যাল সেন্টারের জন্য জায়গা পেল বাফুফে
-
ফ্রি ট্রান্সফারে বার্সেলোনায় কেসিয়ে
সর্বাধিক পঠিত
- দিনে বিদ্যুৎ যাচ্ছে কয়েকবার
- নিজের গায়ে আগুন দেওয়া গাজী আনিসকে বাঁচানো গেল না
- বেয়ারস্টো-রুটের ব্যাটে রেকর্ড গড়ার পথে ইংল্যান্ড
- ফেইসবুকে ধর্ম নিয়ে মন্তব্য: স্কুল শিক্ষকের ৮ বছরের কারাদণ্ড
- চেলসি থেকে বার্সেলোনায় ক্রিস্টেনসেন
- লুহানস্কের পতনের পর এখন কোন পথে এগুবে রাশিয়া?
- বাণিজ্য ঘাটতি বাড়ছেই, এবার ছাড়াল ৩০ বিলিয়ন ডলার
- মেডেন উইকেটের পর যে কারণে বোলিং পেলেন না মোসাদ্দেক
- হিলালীকে তুলে নিয়ে যা করেছিল অপহরণকারীরা
- বুয়েটের পর ঢাবিতেও প্রথম নটর ডেমের আসীর