করোনাভাইরাস: ইন্টার মিলানে বাড়ছে আক্রান্ত

আরও লম্বা হলো ইন্টার মিলানের করোনাভাইরাসে আক্রান্ত খেলোয়াড়দের তালিকা। সবশেষ কোভিড-১৯ পজিটিভ হয়েছেন সেরি আর দলটির ডিফেন্ডার অ্যাশলে ইয়াং।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Oct 2020, 12:25 PM
Updated : 11 Oct 2020, 12:25 PM

ইতালিয়ান ক্লাবটি রোববার এক বিবৃতিতে জানায়, ৩৫ বছর বয়সী এই ইংলিশ ফুটবলার বাড়িতে কোয়ারেন্টিনে আছেন।

গত সপ্তাহ থেকে এই নিয়ে দলটির ছয় জন খেলোয়াড়ের শরীরে করোনাভাইরাস শনাক্ত হলো। গত শুক্রবার মিডফিল্ডার রবের্তো গালিয়ার্দিনি ও রাদিয়া নাইনগোলান এবং রিজার্ভ গোলকিপার রাদুর শরীরে করোনাভাইরাস শনাক্ত হওয়ার কথা জানিয়েছিল তারা। এর আগে ডিফেন্ডার মিলান স্ক্রিনিয়ার ও আলেসান্দ্রো বাস্তোনির আক্রান্ত হওয়ার খবর এসেছিল।

সেরি আর নিয়ম অনুযায়ী, কোভিড-১৯ পজিটিভ খেলোয়াড়কে ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে। ফলে আন্তর্জাতিক বিরতির পর আগামী ১৭ অক্টোবর লিগে ডার্বি ম্যাচে এসি মিলানের বিপক্ষে তাদের খেলা অনিশ্চিত হয়ে পড়ল।