ইন্টার মায়ামিতে হিগুয়াইন ভাইদের জুটি

প্রায় দেড় দশক পর আবার একই দলে ভাইয়ের সঙ্গে খেলবেন গনসালো হিগুয়াইন। এই আর্জেন্টাইন ফরোয়ার্ডের বড় ভাই ফেদেরিকো হিগুয়াইনকে দলে টেনেছে যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগের দল ইন্টার মায়ামি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Oct 2020, 11:18 AM
Updated : 11 Oct 2020, 11:18 AM

লিগের আরেক দল ডিসি ইউনাইটেড থেকে অ্যাটাকিং মিডফিল্ডার ফেদেরিকোকে দলে নেওয়ার কথা শনিবার এক বিবৃতিতে নিশ্চিত করে ইন্টার মায়ামি।

হিগুয়াইন ভাইদের ক্লাব ক্যারিয়ারের শুরু রিভার প্লেটের হয়ে। ২০০৪-০৫ থেকে ২০০৬-০৭ মৌসুম পর্যন্ত স্বদেশী ক্লাবটির হয়ে খেলেন দুজন। এরপর রিয়াল মাদ্রিদ, ইউভেন্তুসসহ ইউরোপের বেশ কয়েকটি ক্লাব ঘুরে গত মাসে ইন্টার মায়ামিতে যোগ দেন ৩২ বছর বয়সী গনসালো হিগুয়াইন।

৩৫ বছর বয়সী ফেদেরিকো অবশ্য অতটা পরিচিত নন। ২০১২ সাল থেকে তিনি খেলছেন মেজর সকার লিগে। কলম্বাস ক্রুতে আট বছর কাটিয়ে গত মার্চে কোচ ও খেলোয়াড় হিসেবে যোগ দেন ডিসি ইউনাইটেডে। দলটির হয়ে ১০ ম্যাচ খেলার পরই যোগ দিলেন সাবেক তারকা খেলোয়াড় ডেভিড বেকহ্যামের মালিকানাধীন ইন্টার মায়ামিতে।

মেজর সকার লিগে সব মিলিয়ে ২১৭ ম্যাচে ফেদেরিকো করেছেন ৬১ গোল, অবদান রেখেছেন ৬৮ গোলে। লিগটির সবসময়ের সেরা মিডফিল্ডারদের একজন মনে করা হয় তাকে।