ইন্টার মায়ামিতে হিগুয়াইন ভাইদের জুটি
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 11 Oct 2020 05:18 PM BdST Updated: 11 Oct 2020 05:18 PM BdST
-
গনসালো (বাঁয়ে) ও ফেদেরিকো হিগুয়াইন
প্রায় দেড় দশক পর আবার একই দলে ভাইয়ের সঙ্গে খেলবেন গনসালো হিগুয়াইন। এই আর্জেন্টাইন ফরোয়ার্ডের বড় ভাই ফেদেরিকো হিগুয়াইনকে দলে টেনেছে যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগের দল ইন্টার মায়ামি।
লিগের আরেক দল ডিসি ইউনাইটেড থেকে অ্যাটাকিং মিডফিল্ডার ফেদেরিকোকে দলে নেওয়ার কথা শনিবার এক বিবৃতিতে নিশ্চিত করে ইন্টার মায়ামি।
হিগুয়াইন ভাইদের ক্লাব ক্যারিয়ারের শুরু রিভার প্লেটের হয়ে। ২০০৪-০৫ থেকে ২০০৬-০৭ মৌসুম পর্যন্ত স্বদেশী ক্লাবটির হয়ে খেলেন দুজন। এরপর রিয়াল মাদ্রিদ, ইউভেন্তুসসহ ইউরোপের বেশ কয়েকটি ক্লাব ঘুরে গত মাসে ইন্টার মায়ামিতে যোগ দেন ৩২ বছর বয়সী গনসালো হিগুয়াইন।
৩৫ বছর বয়সী ফেদেরিকো অবশ্য অতটা পরিচিত নন। ২০১২ সাল থেকে তিনি খেলছেন মেজর সকার লিগে। কলম্বাস ক্রুতে আট বছর কাটিয়ে গত মার্চে কোচ ও খেলোয়াড় হিসেবে যোগ দেন ডিসি ইউনাইটেডে। দলটির হয়ে ১০ ম্যাচ খেলার পরই যোগ দিলেন সাবেক তারকা খেলোয়াড় ডেভিড বেকহ্যামের মালিকানাধীন ইন্টার মায়ামিতে।
মেজর সকার লিগে সব মিলিয়ে ২১৭ ম্যাচে ফেদেরিকো করেছেন ৬১ গোল, অবদান রেখেছেন ৬৮ গোলে। লিগটির সবসময়ের সেরা মিডফিল্ডারদের একজন মনে করা হয় তাকে।
-
শিরোপার আরও কাছে কিংস
-
আর্জেন্টিনার বিপক্ষে জার্মানির বিশ্বকাপ জয়ের নায়ক গোটসের আক্ষেপ
-
বীরোচিত জয়ের পরও সেমিতে খেলা নিয়ে শঙ্কায় নাদাল
-
রেকর্ড দর্শকের সামনে ইংল্যান্ডের কষ্টের জয়
-
অসাধারণ প্রত্যাবর্তনে ফ্রিটজের স্বপ্ন গুঁড়িয়ে সেমিতে নাদাল
-
টিভিতে আজ
-
দেম্বেলে আর আমাদের খেলোয়াড় নয়: লাপোর্তা
-
ব্যালন ডি'অরের প্রশ্নে ভিনিসিউস বললেন, 'ঈশ্বর চাইলে একদিন হবে'
সর্বাধিক পঠিত
- শ্রীলঙ্কা ‘দেউলিয়া’ হয়ে গেছে: রনিল বিক্রমাসিংহে
- হোমিও থেকে হেনোলাক্সের ব্যবসাতেই কোটিপতি নুরুল আমিন
- শাস্তি পেল বাংলাদেশ দল
- দেম্বেলে আর আমাদের খেলোয়াড় নয়: লাপোর্তা
- বিদ্যুৎকেন্দ্র চালু রাখাটাই কষ্টকর হয়ে গেছে: প্রধানমন্ত্রী
- অনেক রদবদলের ওয়ানডে দলে অধিনায়ক ধাওয়ান
- ইতিহাস গড়ে বিশ্বকাপে ইন্দোনেশিয়া
- নিষেধাজ্ঞা দিয়ে বিশ্বকে শাস্তি, এটাতো মানবাধিকার লঙ্ঘন: প্রধানমন্ত্রী
- প্রায় তিন বছর পর বাংলাদেশ ‘এ’ দলের সিরিজ
- ভোক্তা অধিকারের ডিজির কফিতে মাছি, ৫০,০০০ টাকা জরিমানা