দাবায় সৌদি ও জর্ডানকে হারাল বাংলাদেশ

এশিয়ান নেশন্স (রিজনস) অনলাইন দাবা প্রতিযোগিতায় দারুণ একটি দিন কাটিয়েছে বাংলাদেশ। সৌদি আরব ও জর্ডানের বিপক্ষে জয়ের পর ইন্দোনেশিয়ার সঙ্গে ড্র করেছে দল।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Oct 2020, 03:32 PM
Updated : 10 Oct 2020, 03:32 PM

অনলাইনে হওয়া এই প্রতিযোগিতায় শনিবার তিন রাউন্ডের খেলা হয়। সৌদি আরবকে ৪-০ গেম পয়েন্টে উড়িয়ে দেওয়া বাংলাদেশ পরের রাউন্ডে ৩.৫-০.৫ গেম পয়েন্টে জিতে জর্ডানের বিপক্ষে।

সৌদি আরবের বিপক্ষে গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদ, জিয়াউর রহমান ও রিফাত বিন সাত্তার এবং ইন্টারন্যাশনাল মাস্টার ফাহাদ রহমান নিজেদের খেলায় জেতেন। দ্বিতীয় রাউন্ডে জর্ডানের বিপক্ষে জিয়া, রিফাত ও ফাহাদ জেতেন, ড্র করেন নিয়াজ।

তৃতীয় রাউন্ডে ইন্দোনেশিয়ার বিপক্ষে ২-২ ড্র করে বাংলাদেশ। এবারও জেতেন রিফাত, ড্র করেন নিয়াজ ও জিয়া। ইন্দোনেশিয়ার গ্র্যান্ডমাস্টারের কাছে হেরে যান ফাহাদ।

তিন রাউন্ড শেষে ৫ পয়েন্ট নিয়ে টাইব্রেকিং পদ্ধতিতে ৩৮ দেশের মধ্যে সপ্তম স্থানে আছে বাংলাদেশ।