ফরাসি ওপেনের ফাইনালে নাদাল

পুরুষ এককে রজার ফেদেরারের সর্বোচ্চ ২০ গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড স্পর্শ করার খুব কাছে পৌঁছে গেছেন রাফায়েল নাদাল। আর্জেন্টিনার দিয়েগো শয়ার্টসমানকে হারিয়ে ফরাসি ওপেনের ফাইনালে উঠেছেন এই স্প্যানিয়ার্ড।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Oct 2020, 04:32 PM
Updated : 9 Oct 2020, 04:32 PM

প্যারিসের রোলাঁ গারোঁয় শুক্রবার প্রথম সেমি-ফাইনাল ৬-৩, ৬-৩, ৭-৬ (৭-০) গেমে জেতেন প্রতিযোগিতাটির রেকর্ড ১২ বারের চ্যাম্পিয়ন নাদাল। আসরে এখনও কোনো সেট হারেননি এটিপি র‍্যাঙ্কিংয়ের দুই নম্বরে থাকা এই তারকা।

গত মাসে ইতালিয়ান ওপেনের কোয়ার্টার-ফাইনালে নাদালকে সরাসরি সেটে হারিয়েছিলেন শয়ার্টসমান। এবার পাত্তা পেলেন না তিনি। রোলাঁ গারোঁয় সেমি-ফাইনালে কখনও না হারার রেকর্ড ধরে রাখলেন নাদাল। ফাইনালেও হারের রেকর্ড নেই তার।

রোববারের ফাইনালে ৩৪ বছর বয়সী নাদাল লড়বেন শীর্ষ বাছাই নোভাক জোকোভিচ অথবা স্তেফানোস সিৎসিপাসের বিপক্ষে।