বার্সায় শেষের দিনগুলো যেমন কেটেছে সুয়ারেসের
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Oct 2020 08:31 PM BdST Updated: 09 Oct 2020 08:31 PM BdST
বার্সেলোনা থেকে যেভাবে তাকে বিদায় করা হয়েছে, তাতে খুব কষ্ট পেয়েছেন লুইস সুয়ারেস। উরুগুয়ের এই স্ট্রাইকার জানালেন, কাম্প নউয়ে শেষের কয়েকটা দিন তার জন্য ছিল ভীষণ কঠিন। যেভাবে সবকিছু চলছিল, তা সহ্য করতে না পেরে কেঁদেছিলেন তিনি।
গত অগাস্টে রোনাল্ড কুমান বার্সেলোনার কোচের দায়িত্ব নেওয়ার কয়েকদিনের মধ্যেই সুয়ারেসকে ফোন করে জানিয়ে দেন, দলের ভবিষ্যৎ পরিকল্পনায় নেই তিনি।
যেকোনো মূল্যে কাম্প নউয়ে থাকতে চেয়েছিলেন অভিজ্ঞ এই ফরোয়ার্ড। এমনকি দলের প্রয়োজনে বদলি হিসেবে খেলতেও তার আপত্তি ছিল না। কিন্তু চুক্তির এক বছর বাকি থাকতে বাধ্য হয়ে তাকে ক্লাব ছাড়তে হয়। বার্সেলোনার সঙ্গে ছয় বছরের সম্পর্কের ইতি টেনে গত মাসে যোগ দেন আতলেতিকো মাদ্রিদে।
কাতার বিশ্বকাপ বাছাইয়ে বৃহস্পতিবার চিলির বিপক্ষে উরুগুয়ের ২-১ গোলে জয়ের পর বার্সেলোনা ছাড়ার ঘটনা তুলে ধরেন সুয়ারেস।
“তারা দলে পরিবর্তন আনতে চেয়েছিল, বিষয়টা আমাকে অন্যভাবেও বলা যেত। যেভাবে এটা করা হয়েছে, তাতে মনে হয়েছে তারা আমাকে ছুড়ে ফেলছে, সেটাই আমাকে বেশি কষ্ট দিয়েছে। ওই দিনগুলো খুব কঠিন ছিল।”
“যা কিছুর মধ্য দিয়ে আমাকে তখন যেতে হয়েছিল, তা সহ্য করতে না পেরে কেঁদেছিও…একটা অধ্যায়ের শেষ হলে সেটা মেনে নিতেই হবে, কিন্তু তারা যেভাবে শেষ করেছে তা একেবারেই ভালো ছিল না।”

“বার্সা যেভাবে কাজটা করেছে, তা ভালো ছিল না, বিষয়টাতে লিও নিজেও বিরক্ত হয়েছিল। সে জানতো আমরা কী অবস্থার মধ্য দিয়ে যাচ্ছিলাম এবং ওই সময়ে তা আমাদের জন্য কতটা কঠিন ছিল। মেসি যেভাবে আমাকে সমর্থন দিয়েছে, তাতে অবাক হইনি। কারণ, তাকে আমি খুব ভালো করেই জানি। তার কষ্টটা আমি বুঝি।”
কাতালান ক্লাবটিতে শেষের দিনগুলোতে কেমন আচরণ করা হতো তার সঙ্গে, সেটাও লুকাননি সুয়ারেস।
“অনেক কিছু হয়েছে, যা লোকজন জানে না। দলগত অনুশীলনে আমাকে একা অনুশীলন করতে বলা হতো। কারণ, ক্লাবের দুই একাদশের মাঝে খেলায় আমি ছিলাম না।”
“আমার স্ত্রী দেখেছে, আমি কতটা বিধ্বস্ত হয়ে পড়েছিলাম। আমি মাঠে আবার হাসতে চেয়েছি, খুশি হতে চেয়েছি। তাই আতলেতিকোর প্রস্তাব পাওয়ার পর আমার কোনো দ্বিধা ছিল না।”
আতলেতিকোর হয়ে সুয়ারেসের শুরুটা হয় দারুণ। অভিষেক ম্যাচে লা লিগায় গ্রানাদার বিপক্ষে বদলি নেমে দুটি গোল করার পাশাপাশি সতীর্থকে দিয়ে করান আরেকটি। বৃহস্পতিবার চিলির বিপক্ষেও পেনাল্টি থেকে একটি গোল করেন তিনি।
-
সেরা কোচের দুই স্বীকৃতি পেলেন ক্লপ
-
নিবেদন আর প্রেরণা দিয়ে ফাইনাল জেতা যাবে না: আনচেলত্তি
-
টিভিতে আজ
-
গ্র্যান্ড স্ল্যামে ফিরেই জোকোভিচের দারুণ জয়
-
মোহনবাগানের জয়ে স্বপ্নভঙ্গ কিংসের
-
শরনার্থীদের সাহায্যে নিলামে উঠবে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের বল
-
এখন এমবাপেকে নিয়ে কথা বলার সময় নয়: বেনজেমা
-
‘কাজ এখনও শেষ হয়নি’ রিয়াল ম্যাচের আগে সালাহ
সর্বাধিক পঠিত
- সমুদ্রে রাশিয়ার তেলবোঝাই কার্গোর সংখ্যায় রেকর্ড, নেই ক্রেতা
- ‘ফাইনালে’ জিম্বাবুয়েকে হারিয়ে নামিবিয়ার ইতিহাস
- টেক্সাসের স্কুলে ঢুকে গুলি, ১৯ শিশুসহ নিহত ২১
- অনেক আফসোসে দিনটা ভালো হলো না বাংলাদেশের
- নাম পদ্মা সেতুই হবে, উদ্বোধন ২৫ জুন
- কুমিল্লার ‘বিদ্রোহী’ ইমরান ‘ছাড়ছেন’ ভোটের মাঠ
- পদ্মা সেতু: শরীয়তপুরবাসীর অপেক্ষা এখনই ফুরাচ্ছে না
- এমন উদ্ভট কথা ‘বলতেই পারেন না’ সিইসি
- বাড়ি থেকে পালিয়ে ১২ বছর লুকিয়ে থাকার এক গল্প
- শৃঙ্খলাভঙ্গের কারণে বাংলাদেশ থেকে ফেরত পাঠানো হচ্ছে লঙ্কান ব্যাটসম্যানকে