একদিন রিয়ালে খেলার স্বপ্ন পগবার
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Oct 2020 06:07 PM BdST Updated: 09 Oct 2020 06:07 PM BdST
ভবিষ্যতে একটা সময় রিয়াল মাদ্রিদের হয়ে খেলার স্বপ্ন দেখেন ফরাসি মিডফিল্ডার পল পগবা। তবে আপাতত তার লক্ষ্য প্রিমিয়ার লিগে বাজে শুরু করা ম্যানচেস্টার ইউনাইটেডকে কক্ষপথে ফেরাতে সাহায্য করা।
২০১৬ সালে ইউভেন্তুস থেকে তখনকার রেকর্ড ট্রান্সফার ফিতে ইউনাইটেডে ফেরেন পগবা। চুক্তি আছে আগামী বছরের জুন পর্যন্ত। গত বছর ওল্ড ট্র্যাফোর্ড ছাড়ার ইচ্ছা ছিল বিশ্বকাপজয়ী এই ফুটবলারের; তবে বড় কোনো ক্লাব থেকে প্রস্তাব না পাওয়ায় থেকে যেতে হয়। চোটের কারণে যদিও গত মৌসুমে বেশিরভাগ সময় ২৭ বছর বয়সী এই মিডফিল্ডারকে কাটাতে হয় মাঠের বাইরে।
প্রীতি ম্যাচে বুধবার ইউক্রেনের বিপক্ষে ফ্রান্সের ৭-১ গোলে জয়ের পরদিন সংবাদমাধ্যমকে পগবা শোনালেন তার ভবিষ্যৎ পরিকল্পনার কথা।
“অবশ্যই প্রত্যেক ফুটবলার রিয়াল মাদ্রিদের হয়ে খেলতে চায়, সেই স্বপ্ন দেখে। এটা আমারও একটা স্বপ্ন। তাহলে একদিন কেন নয়?”
“তবে আমি এখন ম্যানচেস্টার ইউনাইটেডে আছি। এই ক্লাবকে ভালোবাসি। তাদের জন্য ভালো খেলতে চাই, এই ক্লাবকে তার যথাযোগ্য অবস্থানে ফিরিয়ে নিতে সবকিছু করতে চাই।’
করোনাভাইরাসমুক্ত হয়ে ফেরার পর পগবার মাঠের পারফরম্যান্স ভালো নয়। গত রোববার লিগে ঘরের মাঠে টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে ইউনাইটেডের ৬-১ গোলে হারের ম্যাচে তার ফাউলে প্রতিপক্ষ একটি পেনাল্টি পেয়েছিল। আসরে প্রথম তিন ম্যাচের মধ্যে তারা জিতেছে কেবল একটি, হেরেছে বাকি দুটি।
-
এভারটনকে হারিয়ে ক্ষতে প্রলেপ চেলসির
-
‘রোনালদোর ম্যাচ’ নিয়ে আশায় ইউভেন্তুস কোচ
-
সেরে গেছে বেলের ‘মনের ক্ষত’
-
নেপালে প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলবে বাংলাদেশ
-
আফগানদের বিপক্ষে ঘরের মাঠেই খেলতে চায় বাংলাদেশ
-
ক্যারিয়ারের ‘কঠিনতম সময়ে’ ক্লপ
-
সুযোগ হাতছাড়া হওয়ায় ক্ষুব্ধ সিমেওনে
-
চ্যাম্পিয়নশিপ লিগে ফরাশগঞ্জ ও নোফেলের জয়
সর্বাধিক পঠিত
- চাঁদপুরে এক বাড়িতেই বাস করে ‘সাড়ে ৭ হাজার মানুষ’
- আবার বার্সা সভাপতি লাপোর্তা
- বিস্ফোরক সাক্ষাৎকার: মেগান বললেন, তার ছেলের গায়ের রঙ নিয়ে উদ্বেগ ছিল ব্রিটিশ রাজপরিবারে
- নাটকীয় নিলাম যুদ্ধে শীর্ষস্থান ধরে রাখল গ্রামীণফোন
- ৫ মেগাহার্টজ তরঙ্গ নিয়ে জিপি-রবি নিলাম যুদ্ধ
- ভালোবাসার জন্য থাকবেন মেসি, আশায় নতুন বার্সা প্রধান
- পদ্মা সেতু প্রকল্পের মেয়াদ আরও ২ বছর বাড়াতে আবেদন
- ৪১তম বিসিএস পরীক্ষা পেছানোর দাবি
- টানা চার সেঞ্চুরিতে সাঙ্গাকারা-পিটারসেনের পাশে পাডিক্কাল
- আমৃত্যু গোলটি মনে থাকবে বার্সার ইলাইশের