আমার সব নিয়ে নাও, শুধু ফুটবল খেলতে দাও: মেসি

লিওনেল মেসির কাছে ফুটবল আশা, ফুটবলই আনন্দ। তাই সবকিছুর বিনিময়ে হলেও ফুটবল খেলতে চান এই আর্জেন্টাইন তারকা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Oct 2020, 04:13 PM
Updated : 8 Oct 2020, 04:28 PM

লাতিন আমেরিকা অঞ্চলের কাতার বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ সময় শুক্রবার সকালে একুয়েডরের মুখোমুখি হবে আর্জেন্টিনা। ২০২২ সালের বিশ্বকাপের টিকিট পেতে মেসিকে ঘিরেই সব আশা আর্জেন্টাইনদের।

সম্প্রতি অনেক টানাপোড়েনের পর বার্সেলোনায় থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন মেসি। আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের ভিডিও বার্তায় পাঁচবারের এই বর্ষসেরা ফুটবলার জানালেন, এবার জাতীয় দলের জার্সিতে মাঠে নামতে প্রস্তুত তিনি।

“আমার থেকে সবকিছু নিন, তবে যদি পারেন ফুটবল ছেড়ে দিন। কারণ, ফুটবল আশা, ফুটবল আনন্দ। ফুটবল আমাদের একসঙ্গে উৎসব করার সুযোগ করে দেয়।”

“আর্জেন্টিনা সবসময়ই ফুটবলের সমার্থক...আমরা ফুটবল ভালোবাসি। আমাদের আর্জেন্টাইনদের জীবনে যদি খারাপ কিছু ঘটে, আমরা সবসময় ঘুরে দাঁড়ানোর পথ খুঁজি, আরও উদ্যমী হয়ে ফেরার চেষ্টা করি। এখন আমার ফেরার সময় এসেছে।”