ফ্রি-কিকে হিগুয়াইনের অসাধারণ গোল

যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগের দল ইন্টার মায়ামিতে গিয়ে নিজেকে মেলে ধরতে পারছিলেন না গনসালো হিগুয়াইন। তৃতীয় ম্যাচে এসে আলো ছড়ালেন আর্জেন্টাইন এই ফরোয়ার্ড। ফ্রি-কিকে তার অসাধারণ গোলে জয় খরা কাটাল মায়ামি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Oct 2020, 03:52 PM
Updated : 8 Oct 2020, 03:52 PM

টানা তিন ম্যাচ হারের পর বুধবার নিউ ইয়র্ক বুলসের বিপক্ষেও পয়েন্ট হারানোর শঙ্কায় পড়েছিল মায়ামি। হিগুয়াইনের শেষ দিকের গোলে ২-১ ব্যবধানে জয় নিয়ে ফেরে তারা।

৫৩তম মিনিটে ফের্নান্দেসের গোলে মায়ামি পিছিয়ে পড়ার দুই মিনিট পর সমতা টানেন আরেক আর্জেন্টাইন মিডফিল্ডার মাতিয়াস পেইয়েগ্রিনি।

৮১তম মিনিটে প্রায় ২০ গজ দূর থেকে দারুণ ফ্রি-কিকে জয় নিশ্চিত করেন হিগুয়াইন। ঝাঁপিয়ে বলের নাগাল পাননি গোলরক্ষক। গত মাসে ইউভেন্তুস ছেড়ে আসা এই স্ট্রাইকার নিজেই ফাউলের শিকার হলে ফ্রি-কিকটি পায় তার দল।

নাপোলির হয়ে সেরি আর এক মৌসুমে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড গড়া হিগুয়াইন ইউরোপের বেশ কয়েকটি বড় দলের হয়ে খেলেছেন, করেছেন অনেক গোল। তবে একটা অপ্রাপ্তি রয়ে গেছে তার; ইউরোপের শীর্ষ পাঁচ লিগে ৪২৮ ম্যাচ খেলে কখনও সরাসরি ফ্রি-কিকে গোল করতে পারেননি রিয়াল মাদ্রিদ, এসি মিলান, চেলসির হয়েও খেলা এই ফরোয়ার্ড।