এমন ম্যাচ গোলশূন্য ড্র অনুচিত: এনরিকে

আক্রমণ-পাল্টা আক্রমণে স্পেন-পর্তুগাল লড়াইটা বেশ ভালো জমেছিল, সুযোগ পেয়েছিল দু’দলই; তারপরও ম্যাচের ফল গোলশূন্য ড্র ঠিক মেনে নিতে পারছেন না স্পেন কোচ লুইস এনরিকে। দুই দলেরই গোল প্রাপ্য ছিল বলে মনে করছেন তিনি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Oct 2020, 12:22 PM
Updated : 8 Oct 2020, 12:22 PM

লিসবনে বুধবার প্রীতি ম্যাচটিতে অসংখ্য সুযোগ তৈরি করেও কেউই গোলের দেখা পায়নি।

বল দখল ও আক্রমণে আধিপত্য দেখিয়েছে স্পেন। প্রথমার্ধে তাদের ১১ চেষ্টার চারটি ছিল লক্ষ্যে, সেগুলো অবশ্য সহজেই ফেরান গোলরক্ষক রুই পাত্রিসিও। ম্যাচে পর্তুগালের দুটি চেষ্টা ব্যর্থ হয় ক্রসবারে লেগে। ম্যাচ শেষের প্রতিক্রিয়ায় ফল নিয়ে হতাশা প্রকাশ করেন এনরিকে।

“প্রতিটি ম্যাচ কঠিন। কারণ, তারা বর্তমান ইউরোপীয় চ্যাম্পিয়ন। বড় প্রতিদ্বন্দ্বী...মাঠের ফুটবলে আমি খুশি। এমন ম্যাচ গোলশূন্য ড্র হওয়াটা অনুচিত। কারণ, উভয় দলেরই গোল প্রাপ্য ছিল।”

“প্রথমার্ধের প্রথম ৩০ মিনিটের খেলা ছিল অসাধারণ। দ্বিতীয়ার্ধ ছিল প্রায় সমানে-সমান, এমনকি আমরা ম্যাচে আধিপত্য বিস্তার করার পরও...আমার খেলোয়াড়দের বেশ ভালো অবস্থায় দেখেছি।”

আগামী শনিবার নেশন্স লিগের ম্যাচে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে স্পেন। এর তিন দিন পর প্রতিযোগিতাটিতে খেলবে ইউক্রেনের বিপক্ষে।